1
মথি 4:4
কিতাবুল মোকাদ্দস
কিন্তু জবাবে তিনি বললেন, লেখা আছে, “মানুষ কেবল রুটিতে বাঁচবে না, কিন্তু আল্লাহ্র মুখ থেকে যে প্রত্যেক কালাম বের হয়, তাতেই বাঁচবে।”
Compare
Explore মথি 4:4
2
মথি 4:10
তখন ঈসা তাঁকে বললেন, দূর হও, শয়তান; কেননা লেখা আছে, “তোমার মালিক আল্লাহ্কেই সেজদা করবে, কেবল তাঁরই এবাদত করবে।”
Explore মথি 4:10
3
মথি 4:7
ঈসা তাকে বললেন, আবার লেখা আছে, “তুমি তোমার আল্লাহ্ মালিকের পরীক্ষা করো না।”
Explore মথি 4:7
4
মথি 4:1-2
তখন ঈসা ইবলিস দ্বারা পরীক্ষিত হবার জন্য, পাক-রূহের পরিচালনায় মরুভূমিতে নীত হলেন। আর চল্লিশ দিন ও চল্লিশ রাত রোজা রাখার পর তাঁর খিদে পেল।
Explore মথি 4:1-2
5
মথি 4:19-20
তিনি তাঁদেরকে বললেন, আমাকে অনুসরণ কর। আমি তোমাদেরকে মানুষ ধরা জেলে করবো। আর তখনই তাঁরা তাদের জাল পরিত্যাগ করে তাঁর পিছনে চললেন।
Explore মথি 4:19-20
6
মথি 4:17
সেই সময় থেকে ঈসা তবলিগ করতে আরম্ভ করলেন; বলতে লাগলেন, ‘মন ফিরাও, কেননা বেহেশতী-রাজ্য সন্নিকট’।
Explore মথি 4:17
Home
Bible
Plans
Videos