1
মথি 16:24
কিতাবুল মোকাদ্দস
তখন ঈসা তাঁর সাহাবীদেরকে বললেন, কেউ যদি আমাকে অনুসরণ করতে ইচ্ছা করে, তবে সে নিজেকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলে নিক এবং আমার পিছনে আসুক।
Compare
Explore মথি 16:24
2
মথি 16:18
আর আমিও তোমাকে বলছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আমার মণ্ডলী গাঁথবো, আর পাতালের ফটকগুলো তার বিপক্ষে প্রবল হবে না।
Explore মথি 16:18
3
মথি 16:19
আমি তোমাকে বেহেশতী-রাজ্যের চাবিগুলো দেব; আর তুমি দুনিয়াতে যা কিছু বাঁধবে, তা বেহেশতে বেঁধে রাখা হবে এবং দুনিয়াতে যা কিছু মুক্ত করবে, তা বেহেশতে মুক্ত হবে।
Explore মথি 16:19
4
মথি 16:25
কেননা যে কেউ তার প্রাণ রক্ষা করতে ইচ্ছা করে, সে তা হারাবে, আর যে কেউ আমার জন্য তার প্রাণ হারায়, সে তা পাবে।
Explore মথি 16:25
5
মথি 16:26
বস্তুতঃ মানুষ যদি সারা দুনিয়া লাভ করে নিজের প্রাণ হারায়, তবে তার কি লাভ হবে? কিংবা মানুষ নিজের প্রাণের পরিবর্তে কি দেবে?
Explore মথি 16:26
6
মথি 16:15-16
তিনি তাঁদেরকে বললেন, কিন্তু তোমরা কি বল, আমি কে? শিমোন পিতর জবাবে বললেন, আপনি সেই মসীহ্, জীবন্ত আল্লাহ্র পুত্র।
Explore মথি 16:15-16
7
মথি 16:17
জবাবে ঈসা তাঁকে বললেন, হে ইউনুসের পুত্র শিমোন, ধন্য তুমি! কেননা রক্তমাংস তোমার কাছে এই কথা প্রকাশ করে নি, কিন্তু আমার বেহেশতী পিতা প্রকাশ করেছেন।
Explore মথি 16:17
Home
Bible
Plans
Videos