1
ইয়াকুব 1:2-3
কিতাবুল মোকাদ্দস
হে আমার ভাইয়েরা, তোমরা যখন নানা রকম পরীক্ষায় পড় তখন তা সর্বতোভাবে আনন্দের বিষয় বলে মনে করো; জেনো, তোমাদের ঈমানের পরীক্ষা ধৈর্য উৎপন্ন করে।
Compare
Explore ইয়াকুব 1:2-3
2
ইয়াকুব 1:5
যদি তোমাদের কারো জ্ঞানের অভাব হয়, তবে সে আল্লাহ্র কাছে যাচ্ঞা করুক, তাকে দেওয়া হবে; কেননা তিনি তিরস্কার না করে সকলকে অকাতরে দিয়ে থাকেন।
Explore ইয়াকুব 1:5
3
ইয়াকুব 1:19
হে আমার প্রিয় ভাইয়েরা, তোমরা তো এই কথা জান। কিন্তু তোমারা প্রত্যেকে শুনবার জন্য আগ্রহী হও, কথাবার্তায় ধীর, ক্রোধে ধীর হও
Explore ইয়াকুব 1:19
4
ইয়াকুব 1:4
আর সেই ধৈর্যকে সমপূর্ণভাবে কাজ করতে দাও, যেন তোমরা পরিপক্ক ও সমপূর্ণ হও, কোন বিষয়ে তোমাদের অভাব না থাকে।
Explore ইয়াকুব 1:4
5
ইয়াকুব 1:22
আর কালামের কার্যকারী হও, নিজদেরকে ভুলিয়ে শ্রোতামাত্র হয়ো না।
Explore ইয়াকুব 1:22
6
ইয়াকুব 1:12
ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে; কারণ যোগ্য প্রমাণিত হলে পর সে জীবন-মুকুট লাভ করবে, প্রভু তাদেরকেই তা দিতে অঙ্গীকার করেছেন, যারা তাঁকে মহব্বত করে।
Explore ইয়াকুব 1:12
7
ইয়াকুব 1:17
সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর থেকে আসে, জ্যোতির্মণ্ডলের সেই পিতা থেকে নেমে আসে, যাঁতে কোনও পরিবর্তন নেই কিংবা তিনি ছায়ার মত বদলে যান না।
Explore ইয়াকুব 1:17
8
ইয়াকুব 1:23-24
কেননা যে কেউ কালামের শ্রোতামাত্র, কার্যকারী নয়, সে এমন ব্যক্তির মত যে আয়নায় নিজের স্বাভাবিক মুখ দেখে; কারণ সে নিজেকে দেখলো, চলে গেল আর সে কিরূপ লোক, তা তখনই ভুলে গেল।
Explore ইয়াকুব 1:23-24
9
ইয়াকুব 1:27
দুঃখ-কষ্টের সময়ে এতিমদের ও বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার থেকে নিজেকে নিষ্কলঙ্করূপে রক্ষা করাই হল পিতা আল্লাহ্র কাছে পবিত্র ও বিমল ধর্ম।
Explore ইয়াকুব 1:27
10
ইয়াকুব 1:13-14
পরীক্ষার সময়ে কেউ না বলুক, আল্লাহ্ থেকে আমার পরীক্ষা হচ্ছে; কেননা মন্দ বিষয়ের দ্বারা আল্লাহ্র পরীক্ষা করা যায় না, আর তিনি কারো পরীক্ষা করেন না; কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজের কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হয়ে পরীক্ষিত হয়।
Explore ইয়াকুব 1:13-14
11
ইয়াকুব 1:9
যে ভাই অবনত, তাকে উন্নত করা হয়েছে বলে সে গর্ব করুক
Explore ইয়াকুব 1:9
Home
Bible
Plans
Videos