আর যে বিজাতি-সন্তানেরা মাবুদের পরিচর্যা করার জন্য, তাঁর নামের প্রতি মহব্বত দেখাবার জন্য ও তাঁর গোলাম হবার জন্য মাবুদের প্রতি আসক্ত হয়, অর্থাৎ যে কেউ বিশ্রামবার পালন করে, নাপাক করে না ও আমার নিয়ম দৃঢ় করে রাখে, তাদেরকে আমি আমার পবিত্র পর্বতে আনবো এবং আমার মুনাজাত-গৃহে আনন্দিত করবো; তাদের পোড়ানো-কোরবানী ও অন্য সমস্ত কোরবানী আমার কোরবানগাহ্র উপরে কবুল করা হবে, যেহেতু আমার গৃহ সর্বজাতির মুনাজাত-গৃহ বলে আখ্যাত হবে।