মাবুদ, তোমার মুক্তিদাতা, ইসরাইলের পবিত্রতম, এই কথা বলেন,
আমি মাবুদ তোমার আল্লাহ্,
আমি তোমার উপকারজনক শিক্ষা দান করি,
তোমার গন্তব্য পথে তোমাকে গমন করাই।
আহা! তুমি কেন আমার হুকুমে মনযোগ দাও নি?
করলে তোমার শান্তি নদীর মত,
তোমার ধার্মিকতা সমুদ্র-তরঙ্গের মত হত