1
দ্বিতীয় বিবরণ 7:9
কিতাবুল মোকাদ্দস
অতএব তুমি এই কথা জেনে রাখ যে, তোমার আল্লাহ্ মাবুদই আল্লাহ্; তিনি বিশ্বসনীয় আল্লাহ্, যারা তাঁকে মহব্বত করে ও তাঁর হুকুম পালন করে, তাদের পক্ষে হাজার পুরুষ পর্যন্ত নিয়ম ও রহম রক্ষা করেন।
Compare
Explore দ্বিতীয় বিবরণ 7:9
2
দ্বিতীয় বিবরণ 7:6
কেননা তুমি তোমার আল্লাহ্ মাবুদের পবিত্র লোক; ভূতলে যত জাতি আছে, সেই সবের মধ্যে তাঁর নিজস্ব লোক করার জন্য তোমার আল্লাহ্ মাবুদ তোমাকেই মনোনীত করেছেন।
Explore দ্বিতীয় বিবরণ 7:6
3
দ্বিতীয় বিবরণ 7:8
কিন্তু মাবুদ তোমাদেরকে মহব্বত করেন এবং তোমাদের পূর্ব-পুরুষদের কাছে যে কসম খেয়েছেন, তা রক্ষা করেন, সেজন্য মাবুদ তাঁর শক্তিশালী হাত দিয়ে তোমাদেরকে বের করে এনেছেন এবং গোলাম-গৃহ থেকে, মিসরের বাদশাহ্ ফেরাউনের হাত থেকে, তোমাদেরকে মুক্ত করেছেন।
Explore দ্বিতীয় বিবরণ 7:8
4
দ্বিতীয় বিবরণ 7:7
অন্য সমস্ত জাতির চেয়ে তোমরা সংখ্যাতে বেশি, এজন্য যে মাবুদ তোমাদেরকে স্নেহ ও মনোনীত করেছেন তা নয়; কেননা সমস্ত জাতির মধ্যে তোমরা অল্প সংখ্যক ছিলে।
Explore দ্বিতীয় বিবরণ 7:7
5
দ্বিতীয় বিবরণ 7:14
সকল জাতির মধ্যে তুমি দোয়া লাভ করবে, তোমার মধ্যে বা তোমার পশুগুলোর মধ্যে কোন পুরুষ কিংবা কোন স্ত্রী নিঃসন্তান হবে না।
Explore দ্বিতীয় বিবরণ 7:14
Home
Bible
Plans
Videos