1
দ্বিতীয় বিবরণ 4:29
কিতাবুল মোকাদ্দস
কিন্তু সেখানে থেকে যদি তোমরা তোমাদের আল্লাহ্ মাবুদের খোঁজ কর, তবে তাঁর উদ্দেশ পাবে; সমস্ত অন্তর ও সমস্ত প্রাণের সঙ্গে তাঁর খোঁজ করলে পাবে।
Compare
Explore দ্বিতীয় বিবরণ 4:29
2
দ্বিতীয় বিবরণ 4:31
কারণ তোমার আল্লাহ্ মাবুদ কৃপাময় আল্লাহ্; তিনি তোমাকে ত্যাগ করবেন না, তোমাকে বিনাশ করবেন না এবং কসম দ্বারা তোমার পূর্বপুরুষদের কাছে যে নিয়ম করেছেন তা ভুলে যাবেন না।
Explore দ্বিতীয় বিবরণ 4:31
3
দ্বিতীয় বিবরণ 4:24
কেননা তোমার আল্লাহ্ মাবুদ গ্রাসকারী আগুনের মত; তিনি স্বগৌরব রক্ষণে উদ্যোগী আল্লাহ্।
Explore দ্বিতীয় বিবরণ 4:24
4
দ্বিতীয় বিবরণ 4:9
কিন্তু তুমি নিজের বিষয়ে সাবধান, তোমার প্রাণের বিষয়ে অতি সাবধান থাক; পাছে তুমি যেসব ব্যাপার স্বচক্ষে দেখেছো, তা ভুলে যাও; আর পাছে জীবন থাকতে তোমার অন্তর থেকে তা মুছে যায়; তুমি তোমার পুত্র পৌত্রদেরকে তা শিক্ষা দাও।
Explore দ্বিতীয় বিবরণ 4:9
5
দ্বিতীয় বিবরণ 4:39
অতএব আজ জেনে রাখ ও অন্তরে গেঁথে রাখ যে, উপরিস্থ বেহেশত ও নিচস্থ দুনিয়াতে মাবুদই আল্লাহ্, আর তিনি ছাড়া অন্য কোন মাবুদ নেই।
Explore দ্বিতীয় বিবরণ 4:39
6
দ্বিতীয় বিবরণ 4:7
কেননা কোন্ বড় জাতির এমন নিকটবর্তী আল্লাহ্ আছেন, যেমন আমাদের আল্লাহ্ মাবুদ? যখনই আমরা তাঁকে ডাকি, তিনি নিকটবর্তী।
Explore দ্বিতীয় বিবরণ 4:7
7
দ্বিতীয় বিবরণ 4:30
যখন তোমার সঙ্কট উপস্থিত হয় এবং এসব তোমার প্রতি ঘটে, তখন সেই ভাবী কালে তুমি তোমার আল্লাহ্ মাবুদের প্রতি ফিরবে ও তাঁর বাধ্য হয়ে চলবে।
Explore দ্বিতীয় বিবরণ 4:30
8
দ্বিতীয় বিবরণ 4:2
আমি তোমাদেরকে যা হুকুম করি, সেই কালামের সঙ্গে তোমরা আর কিছু যোগ করবে না এবং তার কিছু বাদ দেবে না। আমি তোমাদের যা যা হুকুম করছি, তোমাদের আল্লাহ্ মাবুদের সেসব হুকুম পালন করবে।
Explore দ্বিতীয় বিবরণ 4:2
Home
Bible
Plans
Videos