1
১ করিন্থীয় 13:4-5
কিতাবুল মোকাদ্দস
মহব্বত চিরসহিষ্ণু, মহব্বত মধুর, ঈর্ষা করে না, মহব্বত আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রেগে ওঠে না, অপকার গণনা করে না
Compare
Explore ১ করিন্থীয় 13:4-5
2
১ করিন্থীয় 13:7
সকলই বহন করে, সকলই বিশ্বাস করে, সকলই প্রত্যাশা করে, সকলই ধৈর্য সহকারে সহ্য করে।
Explore ১ করিন্থীয় 13:7
3
১ করিন্থীয় 13:6
অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সঙ্গে আনন্দ করে
Explore ১ করিন্থীয় 13:6
4
১ করিন্থীয় 13:13
আর এখন বিশ্বাস, প্রত্যাশা, মহব্বত এই তিনটি আছে, আর এদের মধ্যে মহব্বতই শ্রেষ্ঠ।
Explore ১ করিন্থীয় 13:13
5
১ করিন্থীয় 13:8
এই মহব্বত কখনও শেষ হয় না। কিন্তু যদি ভবিষ্যদ্বাণী থাকে, তার লোপ হবে; যদি বিশেষ বিশেষ ভাষা থাকে, সেই সব শেষ হবে; যদি জ্ঞান থাকে, তার লোপ হবে।
Explore ১ করিন্থীয় 13:8
6
১ করিন্থীয় 13:1
যদি আমি মানুষের এবং ফেরেশতাদেরও ভাষায় কথা বলি, কিন্তু আমার মধ্যে মহব্বত না থাকে, তবে আমি শব্দকারক ঘণ্টা ও ঝনঝনকারী করতাল হয়ে পড়েছি।
Explore ১ করিন্থীয় 13:1
7
১ করিন্থীয় 13:2
আর যদি ভবিষ্যদ্বাণী প্রাপ্ত হই ও সমস্ত নিগূঢ়তত্ত্ব ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই এবং যদি আমার সমপূর্ণ ঈমান থাকে যাতে আমি পর্বত স্থানান্তর করতে পারি, কিন্তু আমার মধ্যে মহব্বত না থাকে, তবে আমি কিছুই নই।
Explore ১ করিন্থীয় 13:2
8
১ করিন্থীয় 13:3
আর আমার যা কিছু আছে সমস্তই যদি দরিদ্রদেরকে খাবার জন্য দান করি এবং পোড়াবার জন্য নিজের দেহ দান করি, কিন্তু আমার মধ্যে মহব্বত না থাকে, তবে আমার কোনও লাভ নেই।
Explore ১ করিন্থীয় 13:3
9
১ করিন্থীয় 13:11
আমি যখন শিশু ছিলাম, তখন শিশুর মত কথা বলতাম, শিশুর মত চিন্তা করতাম, শিশুর মত বিচার করতাম; এখন সাবালক হয়েছি বলে শিশুসুলভ ভাবগুলো ত্যাগ করেছি।
Explore ১ করিন্থীয় 13:11
Home
Bible
Plans
Videos