আর সে তাঁহাকে যিরূশালেমে লইয়া গেল, ও ধর্মধামের চুড়ার উপরে দাঁড় করাইল, এবং তাঁহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে এই স্থান হইতে নিচে পড়; কেননা লেখা আছে,
‘তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন,
যেন তাঁহারা তোমাকে রক্ষা করেন;’
আর
‘তাঁহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন,
পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে।’
যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, উক্ত আছে,
“তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না”।