1
রোমীয়দের প্রতি পত্র 9:16
পবিত্র বাইবেল
তাই ঈশ্বর তাকেই মনোনীত করেন যাকে করুণা করবেন বলে ঠিক করেছেন। তাই মানুষের চেষ্টা বা তার ইচ্ছার ওপর তাঁর মনোনয়ন নির্ভর করে না।
Compare
Explore রোমীয়দের প্রতি পত্র 9:16
2
রোমীয়দের প্রতি পত্র 9:15
ঈশ্বর, মোশিকে বলেছিলেন, “আমি যাকে দয়া করতে চাই, তাকেই দয়া করব। যাকে করুণা করতে চাই, তাকেই করুণা করব।”
Explore রোমীয়দের প্রতি পত্র 9:15
3
রোমীয়দের প্রতি পত্র 9:20
তা সত্য, কিন্তু তুমি কে? ঈশ্বরকে প্রশ্ন করার কোন অধিকার তোমার নেই। মাটির পাত্র কি নির্মাণকর্তাকে প্রশ্ন করতে পারে? মাটির পাত্র কখনও নির্মাতাকে বলে না, “তুমি কেন আমাকে এমন করে গড়লে?”
Explore রোমীয়দের প্রতি পত্র 9:20
4
রোমীয়দের প্রতি পত্র 9:18
সেজন্য ঈশ্বর যাকে দয়া করতে চান, তাকেই দয়া করেন আর যার অন্তর ঈশ্বর কঠোর করতে চান, তার অন্তর কঠোর করে তোলেন।
Explore রোমীয়দের প্রতি পত্র 9:18
5
রোমীয়দের প্রতি পত্র 9:21
কাদামাটির ওপরে কুমোরের কি কোন অধিকার নেই, সে কি একই মাটির তাল থেকে তার ইচ্ছামত দুরকম পাত্র তৈরী করতে পারে না? একটি বিশেষ ব্যবহারের জন্য আর অন্যটি সাধারণ ব্যবহারের জন্য?
Explore রোমীয়দের প্রতি পত্র 9:21
Home
Bible
Plans
Videos