1
রোমীয়দের প্রতি পত্র 7:25
পবিত্র বাইবেল
ঈশ্বর আমাকে উদ্ধার করবেন! আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে পরিত্রাণের দ্বারা ঈশ্বর আমাকে উদ্ধার করবেন। এইজন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই। তাহলে দেখছি যে আমি মনে ঈশ্বরের বিধি-ব্যবস্থার দাস; কিন্তু আমার পাপ প্রকৃতির দিক থেকে আমি পাপ ব্যবস্থারই দাস।
Compare
Explore রোমীয়দের প্রতি পত্র 7:25
2
রোমীয়দের প্রতি পত্র 7:18
হ্যাঁ, আমি জানি যা ভাল তা আমার মধ্যে বাস করে না, অর্থাৎ আমার অনাত্মিক মানবিক প্রকৃতির মধ্যে তা নেই। কারণ যা ভাল তা করবার ইচ্ছা আমার মধ্যে আছে কিন্তু তা আমি করতে পারি না।
Explore রোমীয়দের প্রতি পত্র 7:18
3
রোমীয়দের প্রতি পত্র 7:19
কারণ যা ভাল আমি করতে চাই তা করি না; কিন্তু যে অন্যায় আমি করতে চাই না কাজে তাই তো করি।
Explore রোমীয়দের প্রতি পত্র 7:19
4
রোমীয়দের প্রতি পত্র 7:20
যা আমি করতে চাই না যদি আমি তাই করি তাহলে যে পাপ আমার মধ্যে আছে তা এই মন্দ কাজ করায়।
Explore রোমীয়দের প্রতি পত্র 7:20
5
রোমীয়দের প্রতি পত্র 7:21-22
কাজেই আমার মধ্যে এই নিয়মটি আমি লক্ষ্য করছি যে, যখন আমি সত্কার্য করতে ইচ্ছা করি তখনও মন্দ আমার মধ্যে থাকে। আমার অন্তর ঈশ্বরের বিধি-ব্যবস্থা ভালবাসে।
Explore রোমীয়দের প্রতি পত্র 7:21-22
6
রোমীয়দের প্রতি পত্র 7:16
আর আমি যে সব মন্দ কাজ করতে চাই না যদি তাই করি তাহলে বুঝতে হবে বিধি-ব্যবস্থা যে উত্তম তা আমি মেনে নিয়েছি।
Explore রোমীয়দের প্রতি পত্র 7:16
Home
Bible
Plans
Videos