1
রোমীয়দের প্রতি পত্র 2:3-4
পবিত্র বাইবেল
তুমি তাদের বিচার করে থাক; কিন্তু তুমি নিজেও তাদের মত সেই সব মন্দ কাজ কর। তাই এ কথা তুমি নিশ্চয়ই বুঝতে পারছ যে ঈশ্বর তোমার বিচার করবেন। তুমি তাঁর বিচার এড়াতে পারবে না। ঈশ্বর তোমার প্রতি দয়া করেছেন ও সহিষ্ণু হয়েছেন। ঈশ্বর অপেক্ষা করছেন যেন তোমার পরিবর্তন হয়; কিন্তু তুমি তাঁর দয়াকে তুচ্ছ জ্ঞান করছ। তুমি হয়তো বুঝতে পারছ না যে তোমাদের প্রতি ঈশ্বরের এত দয়ার উদ্দেশ্য হল যাতে তোমরা পাপ থেকে মন-ফিরাও।
Compare
Explore রোমীয়দের প্রতি পত্র 2:3-4
2
রোমীয়দের প্রতি পত্র 2:1
যদি মনে কর যে তুমি ঐ লোকদের বিচার করতে পার, তাহলে ভুল করছ, কারণ তুমিও দোষী। তুমি অপরের বিচার কর; কিন্তু তুমিও সেই একইরকম মন্দ কাজ কর। কাজেই তুমি যখন অন্যের বিচার কর তখন নিজেকেই দোষী সাব্যস্ত কর।
Explore রোমীয়দের প্রতি পত্র 2:1
3
রোমীয়দের প্রতি পত্র 2:11
ঈশ্বর সকল মানুষকে একইভাবে বিচার করেন।
Explore রোমীয়দের প্রতি পত্র 2:11
4
রোমীয়দের প্রতি পত্র 2:13
বিধি-ব্যবস্থার কথা শুধু শুনলে ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হওয়া যায় না বরং বিধি-ব্যবস্থা যা বলে তা সর্বদা পালন করলেই ঈশ্বরের কাছে ধার্মিক হওয়া যায়।
Explore রোমীয়দের প্রতি পত্র 2:13
5
রোমীয়দের প্রতি পত্র 2:6
“ঈশ্বর প্রত্যেক মানুষকে তার কার্য অনুসারে ফল দেবেন।”
Explore রোমীয়দের প্রতি পত্র 2:6
6
রোমীয়দের প্রতি পত্র 2:8
কিন্তু যারা স্বার্থপর, সত্যের অবজ্ঞাকারী এবং মন্দ পথেই চলে, ঈশ্বর তাদের উপর তাঁর ক্রোধ ও শাস্তির প্রবাহ বইয়ে দেবেন।
Explore রোমীয়দের প্রতি পত্র 2:8
7
রোমীয়দের প্রতি পত্র 2:5
কিন্তু তুমি কঠিনমনা লোক ও অবাধ্য। তুমি পরিবর্তিত হতে চাও না, তাই তুমিই তোমার দণ্ডকে ঘোরতর করে তুলছ। ঈশ্বরের ক্রোধ প্রকাশের দিনে তুমি সেই দণ্ড পাবে, যে দিন লোকে ঈশ্বরের ন্যায়বিচার দেখতে পাবে।
Explore রোমীয়দের প্রতি পত্র 2:5
YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy
Home
Bible
Plans
Videos