1
প্রকাশিত বাক্য 1:8
পবিত্র বাইবেল
প্রভু ঈশ্বর বলেন, “আমিই আল্ফা ও ওমেগা। আমিই সেই সর্বশক্তিমান। আমিই সেই জন যিনি আছেন, যিনি ছিলেন এবং যিনি আসছেন।”
Compare
Explore প্রকাশিত বাক্য 1:8
2
প্রকাশিত বাক্য 1:18
আমি সেই চির জীবন্ত, আমি মরেছিলাম, আর দেখ আমি চিরকাল যুগে যুগে জীবিত আছি। মৃত্যু ও পাতালের চাবিগুলি আমি ধরে আছি।
Explore প্রকাশিত বাক্য 1:18
3
প্রকাশিত বাক্য 1:3
ধন্য সেইজন, যে এই বার্তার বাক্যগুলি পাঠ করে এবং যারা তা শোনে ও তাতে লিখিত নির্দেশগুলি পালন করে তারাও ধন্য, কারণ সময় সন্নিকট।
Explore প্রকাশিত বাক্য 1:3
4
প্রকাশিত বাক্য 1:17
তাঁকে দেখে আমি মুর্চ্ছিত হয়ে তাঁর চরণে লুটিয়ে পড়লাম। তখন তিনি আমার গায়ে তাঁর ডান হাত রেখে বললেন, “ভয় করো না! আমি প্রথম ও শেষ।
Explore প্রকাশিত বাক্য 1:17
5
প্রকাশিত বাক্য 1:7
দেখ, যীশু মেঘ সহকারে আসছেন। আর প্রত্যেকে তাঁকে দেখতে পাবে, এমনকি যারা তাঁকে বর্শা দিয়ে বিদ্ধ করেছিল, তারাও দেখতে পাবে। তখন পৃথিবীর সকল লোক তাঁর জন্য কান্নায় ভেঙে পড়বে। হ্যাঁ, তাই ঘটবে! আমেন।
Explore প্রকাশিত বাক্য 1:7
Home
Bible
Plans
Videos