1
ফিলিপীয়দের প্রতি পত্র 4:6
পবিত্র বাইবেল
কোন কিছুতে উদ্বিগ্ন হয়ো না; বরং সকল বিষয়েই প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রয়োজন তা একমাত্র ঈশ্বরকে জানাও এবং তাঁকে ধন্যবাদ দাও।
Compare
Explore ফিলিপীয়দের প্রতি পত্র 4:6
2
ফিলিপীয়দের প্রতি পত্র 4:7
তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয় ও মনকে খ্রীষ্ট যীশুতে রক্ষা করবে।
Explore ফিলিপীয়দের প্রতি পত্র 4:7
3
ফিলিপীয়দের প্রতি পত্র 4:8
সবশেষে আমার ভাই ও বোনেরা, আমি একথাই বলব, যা কিছু সত্য, যা কিছু সম্মানীয়, যা কিছু ন্যায়, যা কিছু পবিত্র, যা কিছু প্রীতিজনক, যা কিছু ভদ্র, যে কোন সদগুণ ও যে কোন সুখ্যাতিযুক্ত বিষয় দিয়ে তোমাদের মন পূর্ণ রেখো।
Explore ফিলিপীয়দের প্রতি পত্র 4:8
4
ফিলিপীয়দের প্রতি পত্র 4:13
যিনি আমাকে শক্তি দেন, সেই খ্রীষ্টের শক্তিতে আমি সকল অবস্থাতেই বলবান।
Explore ফিলিপীয়দের প্রতি পত্র 4:13
5
ফিলিপীয়দের প্রতি পত্র 4:4
সবসময় প্রভুতে আনন্দ কর। আমি আবার বলছি আনন্দ কর।
Explore ফিলিপীয়দের প্রতি পত্র 4:4
6
ফিলিপীয়দের প্রতি পত্র 4:19
আমার ঈশ্বর তোমাদের সব অভাব মিটিয়ে দেবেন, খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের যে মহিমার ভাণ্ডার আছে তার থেকে তিনি তোমাদের সব অভাব মোচন করবেন।
Explore ফিলিপীয়দের প্রতি পত্র 4:19
7
ফিলিপীয়দের প্রতি পত্র 4:9
তোমরা আমার কাছে থেকে যা শিখেছ, শুনেছ ও পেয়েছ আর তোমরা আমাকে যা করতে দেখেছ, তাই কর। তাহলে যিনি শান্তির ঈশ্বর তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন।
Explore ফিলিপীয়দের প্রতি পত্র 4:9
8
ফিলিপীয়দের প্রতি পত্র 4:5
তোমাদের শান্ত সংযত আচরণ দ্বারা যেন তোমরা সকলের প্রীতির পাত্র হয়ে ওঠো। প্রভু শিগ্গির আসছেন।
Explore ফিলিপীয়দের প্রতি পত্র 4:5
9
ফিলিপীয়দের প্রতি পত্র 4:12
অভাবের সময় কিভাবে জীবনযাপন করতে হয় তা আমি জানি। আবার প্রাচুর্যের সময় কিভাবে চলতে হয় তাও আমি জানি। যে কোন অবস্থায় পরিতৃপ্ত বা ক্ষুধিত থাকতে, উপচয় কি অভাব ভোগ করতে, যে কোন অবস্থায় জীবনযাপনের গূঢ়তত্ত্ব আমি শিখেছি।
Explore ফিলিপীয়দের প্রতি পত্র 4:12
10
ফিলিপীয়দের প্রতি পত্র 4:11
আমার প্রয়োজনের জন্য যে আমি তোমাদের একথা বলছি তা নয়, কারণ যে কোন অবস্থাতেই তৃপ্ত থাকতে আমি শিখেছি।
Explore ফিলিপীয়দের প্রতি পত্র 4:11
Home
Bible
Plans
Videos