1
মার্কলিখিত সুসমাচার 9:23
পবিত্র বাইবেল
যীশু তাকে বললেন, “কি বললে, ‘যদি পারেন!’ যে বিশ্বাস করে তার পক্ষে সবই সম্ভব।”
Compare
Explore মার্কলিখিত সুসমাচার 9:23
2
মার্কলিখিত সুসমাচার 9:24
সঙ্গে সঙ্গে ছেলেটির বাবা চিৎকার করে কেঁদে বলল, “আমি বিশ্বাস করি! আমার অবিশ্বাসের প্রতিকার করুন!”
Explore মার্কলিখিত সুসমাচার 9:24
3
মার্কলিখিত সুসমাচার 9:28-29
পরে যীশু বাড়ি ফিরে এলে শিষ্যরা তাঁকে একান্তে জিজ্ঞেস করলেন, “আমরা কেন ঐ অশুচি আত্মাকে তাড়াতে পারলাম না?” যীশু তাঁদের বললেন, “প্রার্থনা ছাড়া আর কোন কিছুতেই এ আত্মাকে তাড়ানো যায় না।”
Explore মার্কলিখিত সুসমাচার 9:28-29
4
মার্কলিখিত সুসমাচার 9:50
“লবণ ভাল, কিন্তু লবণ যদি লবণত্ব হারায়, তবে কেমন করে তাকে তোমরা আস্বাদযুক্ত করবে? তোমরা নিজের নিজের মনে লবণ রাখ এবং পরস্পর শান্তিতে থাক।”
Explore মার্কলিখিত সুসমাচার 9:50
5
মার্কলিখিত সুসমাচার 9:37
“যে কেউ আমার নামে এর মতো কোন শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। আর কেউ যদি আমাকে গ্রহণ করে, সে আমাকে নয়, কিন্তু যিনি (ঈশ্বর) আমাকে পাঠিয়েছেন তাঁকেই গ্রহণ করে।”
Explore মার্কলিখিত সুসমাচার 9:37
6
মার্কলিখিত সুসমাচার 9:41
কেউ যদি খ্রীষ্টের লোক বলে তোমাদেরকে এক ঘটি জল দেয়, আমি তোমাদের সত্যি বলছি, সে কোন মতেই নিজের পুরস্কার থেকে বঞ্চিত হবে না।
Explore মার্কলিখিত সুসমাচার 9:41
7
মার্কলিখিত সুসমাচার 9:42
“আর এই যে সাধারণ লোক যারা আমায় বিশ্বাস করে, যদি কেউ তাদের একজনকে পাপের পথে নিয়ে যায়, তবে সেই লোকের গলায় একটা বড় যাতাঁর পাট বেঁধে তাকে সমুদ্রে ফেলে দেওয়াই তার পক্ষে ভাল।
Explore মার্কলিখিত সুসমাচার 9:42
8
মার্কলিখিত সুসমাচার 9:47
আর যদি তোমার চোখ তোমার পাপের কারণ হয়, তবে সে চোখকে উপড়ে ফেল। দুচোখ নিয়ে নরকে যাওয়ার থেকে এক চোখ নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তোমার পক্ষে ভাল।
Explore মার্কলিখিত সুসমাচার 9:47
Home
Bible
Plans
Videos