1
মার্কলিখিত সুসমাচার 7:21-23
পবিত্র বাইবেল
কারণ মানুষের ভেতর অর্থাৎ মন থেকে বার হয় কুৎসিত চিন্তা, লালসা, চুরি, খুন, যৌন পাপ, লোভ, দুষ্টামি, প্রতারণা, অশ্লীলতা, ঈর্ষা, নিন্দা, অভিমান ও অহঙ্কার। এই সমস্ত খারাপ বিষয় মানুষের ভেতর থেকে বার হয় ও মানুষকে কলুষিত করে।”
Compare
Explore মার্কলিখিত সুসমাচার 7:21-23
2
মার্কলিখিত সুসমাচার 7:15
মানুষের বাইরে এমন কিছু নেই যা ভেতরে গিয়ে তাকে কলুষিত করতে পারে কিন্তু যা যা মানুষের ভেতর থেকে বেরোয় সেটাই মানুষকে কলুষিত করে।”
Explore মার্কলিখিত সুসমাচার 7:15
3
মার্কলিখিত সুসমাচার 7:6
যীশু তাঁদের বললেন, “ভণ্ডরা, ভাববাদী যিশাইয় তোমাদের বিষয়ে ঠিকই বলেছেন, যেমন লেখা আছে, ‘এই লোকেরা মুখেই শুধু আমাকে সম্মান করে, কিন্তু তাদের মন আমার থেকে অনেক দূরে থাকে।
Explore মার্কলিখিত সুসমাচার 7:6
4
মার্কলিখিত সুসমাচার 7:7
এরা অনর্থক আমার উপাসনা করে। কারণ এরা মানুষের তৈরী রীতি-নীতি ঈশ্বরের আদেশ বলে লোকদের শিক্ষা দেয়।’
Explore মার্কলিখিত সুসমাচার 7:7
5
মার্কলিখিত সুসমাচার 7:8
তোমরা ঈশ্বরের আদেশ অমান্য করে মানুষের প্রচলিত প্রথা পালন করে থাকো।”
Explore মার্কলিখিত সুসমাচার 7:8
Home
Bible
Plans
Videos