1
মার্কলিখিত সুসমাচার 13:13
পবিত্র বাইবেল
আর আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে। কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই রক্ষা পাবে।
Compare
Explore মার্কলিখিত সুসমাচার 13:13
2
মার্কলিখিত সুসমাচার 13:33
সাবধান! তোমরা সতর্ক থেকো। কারণ কখন যে সেই সময় হবে তোমরা তা জানো না।
Explore মার্কলিখিত সুসমাচার 13:33
3
মার্কলিখিত সুসমাচার 13:11
কিন্তু লোকে যখন তোমাদের গ্রেপ্তার করে বিচার সভায় নিয়ে যাবে তখন তাদের সামনে কি বলবে তা আগে থেকে ভেবো না, বরং সেই সময়ে পবিত্র আত্মা যা বলতে বলবেন তাই বলবে। কারণ তোমরাই যে কথা বলবে তা নয়, পবিত্র আত্মাই তোমাদের মধ্যে দিয়ে কথা বলবেন।
Explore মার্কলিখিত সুসমাচার 13:11
4
মার্কলিখিত সুসমাচার 13:31
আকাশ এবং পৃথিবীর লোপ হবে, কিন্তু আমার কথা লোপ কখনও হবে না।
Explore মার্কলিখিত সুসমাচার 13:31
5
মার্কলিখিত সুসমাচার 13:32
“সেই দিনের বা সেই সময়ের কথা কেউ জানে না; স্বর্গদূতরাও নয়, মানবপুত্রও নয়, কেবলমাত্র পিতাই জানেন।
Explore মার্কলিখিত সুসমাচার 13:32
6
মার্কলিখিত সুসমাচার 13:7
কিন্তু তোমরা যখন যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনবে, তখন অস্থির হয়ো না; এটা ঘটবেই, কিন্তু তখনও শেষ নয়।
Explore মার্কলিখিত সুসমাচার 13:7
7
মার্কলিখিত সুসমাচার 13:35-37
তাই তোমরা সতর্ক থাকবে, কারণ তোমরা জান না কখন বাড়ির মালিক আসবেন, সন্ধ্যাবেলায়, কি মাঝরাতে, কুকড়া ডাকের সময় কি ভোরবেলায়। হঠাৎ তিনি এসে যেন না দেখেন যে তোমরা ঘুমিয়ে রয়েছ। আমি তোমাদের যা বলছি, তা সবাইকে বলি, ‘সজাগ থেকো।’”
Explore মার্কলিখিত সুসমাচার 13:35-37
8
মার্কলিখিত সুসমাচার 13:8
কারণ জাতির বিরুদ্ধে জাতি এবং রাজ্যের বিরুদ্ধে রাজ্য জেগে উঠবে। স্থানে স্থানে ভূমিকম্প, দুর্ভিক্ষ হবে। এসব কেবল জন্ম যন্ত্রণার আরম্ভ মাত্র।
Explore মার্কলিখিত সুসমাচার 13:8
9
মার্কলিখিত সুসমাচার 13:10
আর সব কিছু শেষ হবার আগে সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচার করা হবে।
Explore মার্কলিখিত সুসমাচার 13:10
10
মার্কলিখিত সুসমাচার 13:6
সেদিন অনেকে আমার নাম নিয়ে আসবে এবং বলবে, ‘আমিই তিনি’ এবং তারা আরও অনেকের মন ভোলাবে।
Explore মার্কলিখিত সুসমাচার 13:6
11
মার্কলিখিত সুসমাচার 13:9
“তোমরা নিজেদের ব্যাপারে সাবধান! লোকে তোমাদের আদালতে হাজির করবে এবং সমাজগৃহের মধ্যে তোমাদের ধরে মারবে। আমার জন্য তোমরা দেশের শাসনকর্তা ও রাজাদের কাছে সাক্ষী দেবার জন্য তাদের সামনে দাঁড়াবে।
Explore মার্কলিখিত সুসমাচার 13:9
12
মার্কলিখিত সুসমাচার 13:22
কারণ ভণ্ড খ্রীষ্টেরা এবং ভাববাদীরা উঠবে এবং নানা চিহ্ন ও অলৌকিক কাজ করে দেখাবে, এমন কি সম্ভব হলে মনোনীত লোকদেরও ভোলাবে।
Explore মার্কলিখিত সুসমাচার 13:22
13
মার্কলিখিত সুসমাচার 13:24-25
“কিন্তু সেই সময়, সেই কষ্টের শেষে, ‘সূর্য অন্ধকার হয়ে যাবে এবং চাঁদ আর আলো দেবে না। আকাশ থেকে তারা খসে পড়বে, আকাশের সমস্ত শক্তি বিচলিত হবে।’
Explore মার্কলিখিত সুসমাচার 13:24-25
Home
Bible
Plans
Videos