1
মার্কলিখিত সুসমাচার 11:24
পবিত্র বাইবেল
এইজন্য আমি তোমাদের বলি, তোমরা যা কিছুর জন্য প্রার্থনা কর, যদি বিশ্বাস কর যে, তোমরা তা পেয়েছ, তাহলে তোমাদের জন্য তা হবেই।
Compare
Explore মার্কলিখিত সুসমাচার 11:24
2
মার্কলিখিত সুসমাচার 11:23
আমি তোমাদের সত্যি বলছি, কেউ যদি ঐ পাহাড়কে বলে, ‘উপরে যাও এবং সমুদ্রে গিয়ে পড়,’ আর তার মনে কোন সন্দেহ না থাকে এবং সে যদি বিশ্বাস করে যে সে যা বলছে তা হবে, তাহলে ঈশ্বর তার জন্য তাই করবেন।
Explore মার্কলিখিত সুসমাচার 11:23
3
মার্কলিখিত সুসমাচার 11:25
আর তোমরা যখনই প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে তোমাদের কোন কথা থাকে, তাকে ক্ষমা কর, যাতে তোমাদের স্বর্গের পিতাও তোমাদের সমস্ত পাপ ক্ষমা করেন।”
Explore মার্কলিখিত সুসমাচার 11:25
4
মার্কলিখিত সুসমাচার 11:22
তখন যীশু বললেন, “ঈশ্বরে বিশ্বাস রাখ!
Explore মার্কলিখিত সুসমাচার 11:22
5
মার্কলিখিত সুসমাচার 11:17
তিনি শিক্ষা দিয়ে তাদের বললেন, “এটা কি লেখা নেই ‘আমার মন্দিরকে সমগ্র জাতির উপাসনা গৃহ বলা হবে?’ কিন্তু তোমরা এটাকে ‘দস্যুদের আস্তানায় পরিণত করেছ।’”
Explore মার্কলিখিত সুসমাচার 11:17
6
মার্কলিখিত সুসমাচার 11:9
আর যে সমস্ত লোক আগে এবং পেছনে যাচ্ছিল তারা চেঁচিয়ে বলতে লাগল, “‘হোশান্না!’ ‘ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন!’
Explore মার্কলিখিত সুসমাচার 11:9
7
মার্কলিখিত সুসমাচার 11:10
“আমাদের পিতৃপুরুষ দায়ূদের যে রাজ্য আসছে, তা ধন্য! হোশান্না! স্বর্গে ঈশ্বরের মহিমা হোক্।”
Explore মার্কলিখিত সুসমাচার 11:10
Home
Bible
Plans
Videos