1
মার্কলিখিত সুসমাচার 10:45
পবিত্র বাইবেল
কারণ বাস্তবে মানবপুত্রও সেবা পেতে আসেন নি, তিনি অন্যের সেবা করতেই এসেছেন এবং অনেক মানুষের মুক্তিপণ হিসাবে নিজের জীবন দিতে এসেছেন।”
Compare
Explore মার্কলিখিত সুসমাচার 10:45
2
মার্কলিখিত সুসমাচার 10:27
তখন যীশু তাদের দিকে তাকিয়ে বললেন, “এটা মানুষের পক্ষে অসম্ভব; কিন্তু ঈশ্বরের পক্ষে নয়, কারণ সমস্ত কিছুই ঈশ্বরের পক্ষে সম্ভব।”
Explore মার্কলিখিত সুসমাচার 10:27
3
মার্কলিখিত সুসমাচার 10:52
তখন যীশু তাকে বললেন, “যাও, তোমার বিশ্বাসই তোমায় সুস্থ করল।” সঙ্গে সঙ্গে সে দৃষ্টিশক্তি ফিরে পেল এবং রাস্তা দিয়ে যীশুর পেছন পেছন চলতে লাগল।
Explore মার্কলিখিত সুসমাচার 10:52
4
মার্কলিখিত সুসমাচার 10:9
অতএব ঈশ্বর যাদের যোগ করে দিয়েছেন, মানুষ তাদের বিচ্ছিন্ন না করুক।”
Explore মার্কলিখিত সুসমাচার 10:9
5
মার্কলিখিত সুসমাচার 10:21
যীশু লোকটির দিকে সস্নেহে তাকালেন এবং বললেন, “একটা বিষয়ে তোমার ত্রুটি আছে। যাও তোমার যা কিছু আছে বিক্রি কর; আর সেই অর্থ গরীবদের মধ্যে বিলিয়ে দাও, তাতে তুমি স্বর্গে ধন পাবে। তারপর এসে আমাকে অনুসরণ কর।”
Explore মার্কলিখিত সুসমাচার 10:21
6
মার্কলিখিত সুসমাচার 10:51
যীশু তাকে বললেন, “তুমি কি চাও, আমি তোমার জন্য কি করব?” অন্ধ লোকটি তাকে বলল, “হে গুরু, আমি যেন দেখতে পাই।”
Explore মার্কলিখিত সুসমাচার 10:51
7
মার্কলিখিত সুসমাচার 10:43
তোমাদের ক্ষেত্রে সেই রকম হবে না। তোমাদের মধ্যে কেউ যদি প্রধান হতে চায়, তবে সে তোমাদের ক্রীতদাস হবে
Explore মার্কলিখিত সুসমাচার 10:43
8
মার্কলিখিত সুসমাচার 10:15
আমি তোমাদের সত্যি বলছি, কেউ যদি ছোট ছেলেমেয়েদের মন নিয়ে ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে, তবে সে কোনমতেই সেখানে প্রবেশ করতে পারবে না।”
Explore মার্কলিখিত সুসমাচার 10:15
9
মার্কলিখিত সুসমাচার 10:31
কিন্তু আজ যারা প্রথম, এমন অনেক লোক শেষে পড়বে এবং যারা আজ শেষের তাদের মধ্যে অনেকে প্রথম হবে।”
Explore মার্কলিখিত সুসমাচার 10:31
10
মার্কলিখিত সুসমাচার 10:6-8
কিন্তু সৃষ্টির প্রথম থেকেই ‘ঈশ্বর স্ত্রী পুরুষ হিসাবে তাদের তৈরী করেছেন।’ ‘সেইজন্যই মানুষ তার বাবা-মাকে ত্যাগ করে স্ত্রীর প্রতি আসক্ত হয়, আর ঐ দুজন একদেহে পরিণত হয়।’ তখন তারা আর দুজন নয়, তারা এক।
Explore মার্কলিখিত সুসমাচার 10:6-8
Home
Bible
Plans
Videos