1
মথিলিখিত সুসমাচার 5:15-16
পবিত্র বাইবেল
বাতি জ্বেলে কেউ পাত্রের নীচে রাখে না, তা বাতিদানের ওপরেই রাখে আর তা ঘরের সকলকে আলো দেয়। তেমনি তোমাদের আলোও লোকদের সামনে উজ্জ্বল হোক্, যেন তারা তোমাদের সৎকাজ দেখে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের মহিমা কীর্তন করে।
Compare
Explore মথিলিখিত সুসমাচার 5:15-16
2
মথিলিখিত সুসমাচার 5:14
“তোমরা জগতের আলো, পাহাড়ের ওপরে কোন শহর, যা কখনও লুকানো যায় না।
Explore মথিলিখিত সুসমাচার 5:14
3
মথিলিখিত সুসমাচার 5:8
ধন্য তারা যারা তাদের চিন্তায় পরিশুদ্ধ, কারণ তারা ঈশ্বরের সঙ্গে থাকবে।
Explore মথিলিখিত সুসমাচার 5:8
4
মথিলিখিত সুসমাচার 5:6
ধন্য সেই লোকেরা, যারা ন্যায়পরায়ণতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত কারণ তারা তৃপ্ত হবে।
Explore মথিলিখিত সুসমাচার 5:6
5
মথিলিখিত সুসমাচার 5:44
কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদের ভালবাসো। যারা তোমাদের ওপর নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো
Explore মথিলিখিত সুসমাচার 5:44
6
মথিলিখিত সুসমাচার 5:3
“ধন্য সেই লোকেরা যারা আত্মায় নত-নম্র, কারণ স্বর্গরাজ্য তাদেরই।
Explore মথিলিখিত সুসমাচার 5:3
7
মথিলিখিত সুসমাচার 5:9
ধন্য তারা যারা শান্তি স্থাপনের জন্য কাজ করে, কারণ তারা ঈশ্বরের সন্তানরূপে পরিচিত হবে।
Explore মথিলিখিত সুসমাচার 5:9
8
মথিলিখিত সুসমাচার 5:4
ধন্য সেই লোকেরা যারা শোক করে, কারণ তারা ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে।
Explore মথিলিখিত সুসমাচার 5:4
9
মথিলিখিত সুসমাচার 5:10
ঈশ্বরের পথে চলতে গিয়ে যারা নির্যাতন ভোগ করছে তারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই হবে।
Explore মথিলিখিত সুসমাচার 5:10
10
মথিলিখিত সুসমাচার 5:7
যারা দয়াবান তারা ধন্য, কারণ তারা দয়া পাবে। যাদের অন্তর পরিশুদ্ধ তারা ধন্য, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে।
Explore মথিলিখিত সুসমাচার 5:7
11
মথিলিখিত সুসমাচার 5:11-12
“তোমরা আমার অনুসারী হয়েছ বলে যখন লোকে তোমাদের অপমান ও নির্যাতন করে আর তোমাদের নামে মিথ্যা কুৎসা রটায় তখন তোমরা ধন্য। তোমরা আনন্দ করো, খুশী হও, কারণ স্বর্গে তোমাদের জন্য মহাপুরস্কার সঞ্চিত আছে। তোমাদের আগে যে ভাববাদীরা ছিলেন লোকে তাঁদেরও এভাবেই নির্যাতন করেছে।
Explore মথিলিখিত সুসমাচার 5:11-12
12
মথিলিখিত সুসমাচার 5:5
বিনয়ী লোকেরা ধন্য। তারা ঈশ্বরের প্রতিশ্রুত দেশের অধিকার লাভ করবে।
Explore মথিলিখিত সুসমাচার 5:5
13
মথিলিখিত সুসমাচার 5:13
“তোমরা পৃথিবীর লবন, কিন্তু লবন যদি তার নিজের স্বাদ হারায় তবে কেমন করে তা আবার নোন্তা করা যাবে? তখন তা আর কোন কাজে লাগে না। তা কেবল বাইরে ফেলে দেওয়া হয় আর লোকরা তা মাড়িয়ে যায়।
Explore মথিলিখিত সুসমাচার 5:13
14
মথিলিখিত সুসমাচার 5:48
তাই তোমাদের স্বর্গের পিতা যেমন সিদ্ধ তোমরাও তেমন সিদ্ধ হও।
Explore মথিলিখিত সুসমাচার 5:48
15
মথিলিখিত সুসমাচার 5:37
তোমাদের কথার ‘হ্যাঁ’ যেন ‘হ্যাঁ’ আর ‘না’ যেন ‘না’ হয়, এছাড়া অন্য আর যা কিছু তা মন্দের কাছ থেকে আসে।
Explore মথিলিখিত সুসমাচার 5:37
16
মথিলিখিত সুসমাচার 5:38-39
“তোমরা শুনেছ, একথা বলা হয়েছে যে, ‘চোখের বদলে চোখ ও দাঁতের বদলে দাঁত।’ কিন্তু আমি তোমাদের বলছি, দুষ্ট লোকদের প্রতিরোধ করো না, বরং কেউ যদি তোমার ডান গালে চড় মারে, তবে তার দিকে অপর গালটিও বাড়িয়ে দিও।
Explore মথিলিখিত সুসমাচার 5:38-39
17
মথিলিখিত সুসমাচার 5:29-30
সেই রকম তোমার ডান চোখ যদি পাপ করার জন্য তোমায় প্ররোচিত করে তবে তা উপড়ে ফেলে দাও। সমস্ত দেহ নিয়ে নরকে যাওয়ার চেয়ে বরং তার একটা অংশ হারানো তোমার পক্ষে ভালো। যদি তোমার ডান হাত পাপ করতে প্ররোচিত করে, তবে তা কেটে ফেলে দাও। তোমার সমস্ত শরীর নরকে যাওয়ার চেয়ে বরং তার একটা অঙ্গ নষ্ট হওয়া তোমার পক্ষে ভালো।
Explore মথিলিখিত সুসমাচার 5:29-30
Home
Bible
Plans
Videos