1
মথিলিখিত সুসমাচার 22:37-39
পবিত্র বাইবেল
যীশু তাঁকে বললেন, “‘তোমার সমস্ত অন্তর ও তোমার সমস্ত প্রাণ ও মন দিয়ে তুমি তোমার প্রভু ঈশ্বরকে ভালবাসবে।’ এটিই হচ্ছে সর্বপ্রথম ও মহান আদেশ। আর দ্বিতীয়টি হচ্ছে এরই অনুরূপ, ‘তুমি নিজেকে যেমন ভালবাস, তেমনি তোমার প্রতিবেশীকেও ভালবাসবে।’
Compare
Explore মথিলিখিত সুসমাচার 22:37-39
2
মথিলিখিত সুসমাচার 22:40
সমস্ত বিধি-ব্যবস্থা ভাববাদীদের সমস্ত শিক্ষা, এই দুটি আদেশের উপর নির্ভর করে।”
Explore মথিলিখিত সুসমাচার 22:40
3
মথিলিখিত সুসমাচার 22:14
“কারণ অনেকেই আহুত, কিন্তু অল্পই মনোনীত।”
Explore মথিলিখিত সুসমাচার 22:14
4
মথিলিখিত সুসমাচার 22:30
জেনে রাখো, পুনরুত্থানের পর লোকেরা বিয়ে করে না, বা তাদের বিয়েও দেওয়া হয় না, তারা বরং স্বর্গদূতদের মতো থাকে।
Explore মথিলিখিত সুসমাচার 22:30
5
মথিলিখিত সুসমাচার 22:19-21
যে টাকায় কর দেওয়া হয় তা আমাকে দেখাও।” তারা একটা রূপোর টাকা তাঁর কাছে নিয়ে এল। তখন তিনি তাদের বললেন, “এর ওপরে এই মূর্তি ও নাম কার?” তারা বলল, “রোম সম্রাট কৈসরের।” তখন তিনি তাদের বললেন, “তবে যা কৈসরের তা কৈসরকে দাও, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও।”
Explore মথিলিখিত সুসমাচার 22:19-21
Home
Bible
Plans
Videos