1
মথিলিখিত সুসমাচার 18:20
পবিত্র বাইবেল
একথা সত্য, কারণ আমার অনুসারীদের মধ্যে দুজন কিংবা তিনজন যেখানে আমার নামে সমবেত হয়, সেখানে তাদের মাঝে আমি আছি।”
Compare
Explore মথিলিখিত সুসমাচার 18:20
2
মথিলিখিত সুসমাচার 18:19
আমি তোমাদের আবার বলছি, পৃথিবীতে তোমাদের মধ্যে দুজন যদি একমত হয়ে কোন বিষয় নিয়ে প্রার্থনা কর, তবে আমার স্বর্গের পিতা তাদের জন্য তা পূরণ করবেন।
Explore মথিলিখিত সুসমাচার 18:19
3
মথিলিখিত সুসমাচার 18:2-3
তখন যীশু একটি শিশুকে ডেকে তাঁদের মধ্যে দাঁড় করিয়ে বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, যতদিন পর্যন্ত না তোমাদের মনের পরিবর্তন ঘটিয়ে এই শিশুদের মতো হবে, ততদিন তোমরা কখনই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না।
Explore মথিলিখিত সুসমাচার 18:2-3
4
মথিলিখিত সুসমাচার 18:4
তাই, যে কেউ নিজেকে নত-নম্র করে শিশুর মতো হয়ে ওঠে, সেই স্বর্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ।
Explore মথিলিখিত সুসমাচার 18:4
5
মথিলিখিত সুসমাচার 18:5
“আর যে কেউ এরকম কোন সামান্য সেবককে আমার নামে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে।
Explore মথিলিখিত সুসমাচার 18:5
6
মথিলিখিত সুসমাচার 18:18
“আমি তোমাদের সত্যি বলছি, পৃথিবীতে তোমরা যা বেঁধে রাখবে, স্বর্গেও তা বাঁধা হবে। আর পৃথিবীতে তোমরা যা খুলে দেবে স্বর্গেও তা খুলে দেওয়া হবে।
Explore মথিলিখিত সুসমাচার 18:18
7
মথিলিখিত সুসমাচার 18:35
“তোমরা প্রত্যেকে যদি তোমাদের ভাইকে অন্তর দিয়ে ক্ষমা না কর, তবে আমার স্বর্গের পিতাও তোমাদের প্রতি ঠিক ঐভাবে ব্যবহার করবেন।”
Explore মথিলিখিত সুসমাচার 18:35
8
মথিলিখিত সুসমাচার 18:6
“এই রকম নম্র মানুষদের মধ্যে যারা আমাকে বিশ্বাস করে, তাদের কারও বিশ্বাসে যদি কেউ বিঘ্ন ঘটায়, তবে তার গলায় ভারী একটা যাঁতা বেঁধে সমুদ্রের অতল জলে তাকে ডুবিয়ে দেওয়াই তার পক্ষে ভাল হবে।
Explore মথিলিখিত সুসমাচার 18:6
9
মথিলিখিত সুসমাচার 18:12
“তোমরা কি মনে কর? যদি কোন লোকের একশোটি ভেড়া থাকে, আর তার মধ্যে যদি একটা ভুল পথে চলে যায় তবে সে কি নিরানব্বইটাকে পাহাড়ের ধারে রেখে দিয়ে সেই হারানো ভেড়াটা খুঁজতে যাবে না?
Explore মথিলিখিত সুসমাচার 18:12
Home
Bible
Plans
Videos