1
লূকলিখিত সুসমাচার 9:23
পবিত্র বাইবেল
পরে তিনি তাঁদের সকলের উদ্দেশ্যে বললেন, “যদি কেউ আমার সঙ্গে আসতে চায়, তবে সে নিজেকে অস্বীকার করুক; আর প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিক এবং আমায় অনুসরণ করুক।
Compare
Explore লূকলিখিত সুসমাচার 9:23
2
লূকলিখিত সুসমাচার 9:24
যে কেউ নিজের জীবন রক্ষা করতে চায় সে তা হারাবে, কিন্তু যে কেউ আমার জন্য নিজের জীবন হারায় সে তা রক্ষা করবে।
Explore লূকলিখিত সুসমাচার 9:24
3
লূকলিখিত সুসমাচার 9:62
কিন্তু যীশু তাকে বললেন, “লাঙ্গলে হাত রেখে যে পেছন ফিরে তাকায়, সে ঈশ্বরের রাজ্যের যোগ্য নয়।”
Explore লূকলিখিত সুসমাচার 9:62
4
লূকলিখিত সুসমাচার 9:25
সমগ্র জগৎ লাভ করে কেউ যদি নিজেকে ধ্বংস করে তবে তার কি লাভ হল?
Explore লূকলিখিত সুসমাচার 9:25
5
লূকলিখিত সুসমাচার 9:26
যদি কেউ আমার জন্য ও আমার শিক্ষার জন্য লজ্জা বোধ করে, তবে যখন মানবপুত্র নিজ মহিমায় এবং পিতা ও পবিত্র স্বর্গদূতদের মহিমায় আসবেন তখন তিনিও তার জন্য লজ্জিত হবেন।
Explore লূকলিখিত সুসমাচার 9:26
6
লূকলিখিত সুসমাচার 9:58
যীশু তাকে বললেন, “শেয়ালের গর্ত আছে, আকাশের পাখিদেরও বাসা আছে, কিন্তু মানবপুত্রের কোথাও মাথা রাখার ঠাঁই নেই।”
Explore লূকলিখিত সুসমাচার 9:58
7
লূকলিখিত সুসমাচার 9:48
তিনি তাঁদের বললেন, “যে কেউ আমার নামে এই শিশুকে সাদরে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে; আর যে আমাকে সাদরে গ্রহণ করে, সে আমাকে যিনি পাঠিয়েছেন তাঁকেই গ্রহণ করে। তোমাদের মধ্যে যে সবচেয়ে ছোট, সেই শ্রেষ্ঠ।”
Explore লূকলিখিত সুসমাচার 9:48
Home
Bible
Plans
Videos