1
লূকলিখিত সুসমাচার 6:38
পবিত্র বাইবেল
দান কর, প্রতিদান তুমিও পাবে। তারা তোমাদের অনেক বেশী করে, চেপে চেপে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উপচে দেবে। কারণ অন্যদের জন্য যে মাপে মেপে দিচ্ছ, সেই মাপেই তোমাদের মেপে দেওয়া হবে।”
Compare
Explore লূকলিখিত সুসমাচার 6:38
2
লূকলিখিত সুসমাচার 6:45
সৎ লোকের অন্তরের ভাল ভাণ্ডার থেকে ভাল জিনিসই বার হয়। আর দুষ্ট লোকের মন্দ অন্তর থেকে মন্দ বিষয়ই বার হয়। মানুষের অন্তরে যা থাকে তার মুখ সে কথাই বলে।
Explore লূকলিখিত সুসমাচার 6:45
3
লূকলিখিত সুসমাচার 6:35
“কিন্তু তোমরা তোমাদের শত্রুদের ভালবেসো, তাদের মঙ্গল করো, আর কিছুই ফিরে পাবার আশা না রেখে ধার দিও। তাহলে তোমাদের মহাপুরস্কার লাভ হবে, আর তোমরা হবে পরমেশ্বরের সন্তান, কারণ তিনি অকৃতজ্ঞ ও দুষ্টদের প্রতিও দয়া করেন।
Explore লূকলিখিত সুসমাচার 6:35
4
লূকলিখিত সুসমাচার 6:36
তোমাদের পিতা যেমন দয়ালু তোমরাও তেমন দয়ালু হও।
Explore লূকলিখিত সুসমাচার 6:36
5
লূকলিখিত সুসমাচার 6:37
“অপরের বিচার করো না, তাহলে তোমাদেরও বিচারের সম্মুখীন হতে হবে না। অপরের দোষ ধরো না, তাহলে তোমাদেরও দোষ ধরা হবে না। অন্যকে ক্ষমা করো, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে।
Explore লূকলিখিত সুসমাচার 6:37
6
লূকলিখিত সুসমাচার 6:27-28
“তোমরা যারা শুনছ, আমি কিন্তু তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদের ভালবেসো। যারা তোমাদের ঘৃণা করে, তাদের মঙ্গল করো। যারা তোমাদের অভিশাপ দেয়, তাদের আশীর্বাদ করো। যারা তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, তাদের জন্য প্রার্থনা করো।
Explore লূকলিখিত সুসমাচার 6:27-28
7
লূকলিখিত সুসমাচার 6:31
অন্যের কাছ থেকে তুমি যেমন ব্যবহার পেতে চাও, তাদের সঙ্গেও তুমি তেমনি ব্যবহার করো।
Explore লূকলিখিত সুসমাচার 6:31
8
লূকলিখিত সুসমাচার 6:29-30
কেউ যদি তোমার একগালে চড় মারে, তার কাছে অপর গালটি বাড়িয়ে দাও। কেউ যদি তোমার চাদর কেড়ে নেয়, তাকে তোমার জামাটিও নিতে দাও। তোমার কাছে যে চায় তাকে দাও। আর তোমার কোন জিনিস যদি কেউ নেয়, তবে তা ফেরত চেও না।
Explore লূকলিখিত সুসমাচার 6:29-30
9
লূকলিখিত সুসমাচার 6:43
“এমন কোন ভাল গাছ নেই যাতে খারাপ ফল ধরে, আবার এমন কোন খারাপ গাছ নেই যাতে ভাল ফল ধরে।
Explore লূকলিখিত সুসমাচার 6:43
10
লূকলিখিত সুসমাচার 6:44
প্রত্যেক গাছকে তার ফল দিয়েই চেনা যায়। লোকে কাঁটা-ঝোপ থেকে ডুমুর ফল তোলে না, বা বুনো ঝোপ থেকে দ্রাক্ষা সংগ্রহ করে না।
Explore লূকলিখিত সুসমাচার 6:44
Home
Bible
Plans
Videos