1
লূকলিখিত সুসমাচার 19:10
পবিত্র বাইবেল
কারণ যা হারিয়ে গিয়েছিল তা খুঁজে বার করতে ও উদ্ধার করতেই মানবপুত্র এ জগতে এসেছেন।”
Compare
Explore লূকলিখিত সুসমাচার 19:10
2
লূকলিখিত সুসমাচার 19:38
“‘ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসছেন!’ স্বর্গে শান্তি ও ঈশ্বরের মহিমা হোক্!”
Explore লূকলিখিত সুসমাচার 19:38
3
লূকলিখিত সুসমাচার 19:9
যীশু তাকে বললেন, “আজ এই বাড়িতে পরিত্রাণ এসেছে, যেহেতু এই মানুষটি অব্রাহামের পুত্র।
Explore লূকলিখিত সুসমাচার 19:9
4
লূকলিখিত সুসমাচার 19:5-6
যীশু সেখানে এসে ওপর দিকে তাকিয়ে বললেন, “সক্কেয় তাড়াতাড়ি নেমে এস, কারণ আজ আমায় তোমার ঘরে থাকতে হবে।” সক্কেয় তাড়াতাড়ি নেমে এসে মহানন্দে যীশুকে তার বাড়িতে নিয়ে গিয়ে অভ্যর্থনা জানাল।
Explore লূকলিখিত সুসমাচার 19:5-6
5
লূকলিখিত সুসমাচার 19:8
কিন্তু সক্কেয় উঠে দাঁড়িয়ে প্রভুকে বলল, “প্রভু দেখুন, আমি আমার সম্পদের অর্ধেক গরীবদের মধ্যে বিলিয়ে দেব, আর যদি কাউকে ঠকিয়ে থাকি তবে তার চতুর্গুণ ফিরিয়ে দেব।”
Explore লূকলিখিত সুসমাচার 19:8
6
লূকলিখিত সুসমাচার 19:39-40
সেই ভীড়ের মধ্য থেকে কয়েকজন ফরীশী যীশুকে বলল, “গুরু, আপনার অনুগামীদের ধমক দিন!” যীশু বললেন, “আমি তোমাদের বলছি, ওরা যদি চুপ করে, তবে পাথরগুলো চেঁচিয়ে উঠবে।”
Explore লূকলিখিত সুসমাচার 19:39-40
Home
Bible
Plans
Videos