1
প্রেরিতদের কার্য্য-বিবরণ 26:17-18
পবিত্র বাইবেল
তোমার আপন লোক ইহুদীদের হাত থেকে তোমায় আমি রক্ষা করব। আর আমি তোমাকে অইহুদীদের কাছে পাঠাচ্ছি। তুমি তাদের চোখ খুলে দেবে যেন তারা সত্য দেখে ও অন্ধকার থেকে আলোতে ফিরে আসে; আর শয়তানের কর্ত্তৃত্ব থেকে মুক্ত হয়ে ঈশ্বরের প্রতি ফিরলে তাদের সব পাপ ক্ষমা হবে। আমার উপর বিশ্বাস করে যারা পবিত্র হয়েছে, তারা তাদের সহভাগী হবে।’”
Compare
Explore প্রেরিতদের কার্য্য-বিবরণ 26:17-18
2
প্রেরিতদের কার্য্য-বিবরণ 26:16
তুমি নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াও! আমার সেবক হবার জন্যই আমি তোমাকে মনোনীত করেছি। তুমি অন্যের কাছে আমার সাক্ষী হবে। তুমি যে যে বিষয় আজ দেখলে ও ভবিষ্যতে যা যা আমি তোমায় দেখাব, সে সব সকল লোকের কাছে সাক্ষী দাও। এইজন্যই তোমার কাছে আজ আমি নিজে দেখা দিয়েছি।
Explore প্রেরিতদের কার্য্য-বিবরণ 26:16
3
প্রেরিতদের কার্য্য-বিবরণ 26:15
“তখন আমি বললাম, ‘প্রভু, আপনি কে?’ “প্রভু বললেন, ‘আমি যীশু, যাকে তুমি নির্যাতন করছ।
Explore প্রেরিতদের কার্য্য-বিবরণ 26:15
4
প্রেরিতদের কার্য্য-বিবরণ 26:28
তখন আগ্রিপ্প পৌলকে বললেন, “তুমি কি মনে করছ, আমাকে এত অল্প সময়ের মধ্যে খ্রীষ্টীয়ান করতে পারবে?”
Explore প্রেরিতদের কার্য্য-বিবরণ 26:28
Home
Bible
Plans
Videos