1
প্রেরিতদের কার্য্য-বিবরণ 17:27
পবিত্র বাইবেল
BERV
“ঈশ্বর চেয়েছিলেন যেন মানুষ তাঁর অন্বেষণ করে। তাঁর খোঁজ করতে করতে তারা যেন শেষ পর্যন্ত তাঁর নাগাল পায়। অথচ তিনি আমাদের কারো কাছ থেকে তো দূরে নন
Compare
Explore প্রেরিতদের কার্য্য-বিবরণ 17:27
2
প্রেরিতদের কার্য্য-বিবরণ 17:26
শুরুতে ঈশ্বর একটি মানুষকে সৃষ্টি করে সেই একজন মানুষ থেকেই মানবজাতির সৃষ্টি করেছেন, আর গোটা পৃথিবীটা তাদের বসবাসের জন্য দিয়েছেন। তিনি নির্ধারণ করে রেখেছেন কোথায় ও কখন তারা থাকবে।
Explore প্রেরিতদের কার্য্য-বিবরণ 17:26
3
প্রেরিতদের কার্য্য-বিবরণ 17:24
“ঈশ্বর, যিনি এই জগত ও তার মধ্যেকার সমস্ত কিছুর নির্মাণকর্তা, তিনিই স্বর্গ ও পৃথিবীর প্রভু, তিনি মানুষের হাতে তৈরী মন্দিরে বাস করেন না।
Explore প্রেরিতদের কার্য্য-বিবরণ 17:24
4
প্রেরিতদের কার্য্য-বিবরণ 17:31
কারণ তিনি একটি দিন স্থির করেছেন, যে দিনে তিনি তাঁর নিরূপিত একজনকে দিয়ে সারা জগত সংসারের বিচার করবেন। এই বিষয়ে সকলে যেন বিশ্বাস করতে পারে এমন প্রমাণও তিনি দিয়েছেন: এই প্রমাণস্বরূপ তিনি মৃতদের মধ্য থেকে তাঁকে পুনরত্থিত করেছেন!”
Explore প্রেরিতদের কার্য্য-বিবরণ 17:31
5
প্রেরিতদের কার্য্য-বিবরণ 17:29
“তাহলে আমরা যখন ঈশ্বরের সন্তান, তখন ঈশ্বরকে মানুষের শিল্পকলা বা কল্পনা অনুসারে সোনা, রূপো বা পাথরের তৈরী কোন মূর্তির সঙ্গে তুলনা করা আমাদের উচিত নয়।
Explore প্রেরিতদের কার্য্য-বিবরণ 17:29
Home
Bible
Plans
Videos