1
করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 9:8
পবিত্র বাইবেল
ঈশ্বর তোমাদের সর্বপ্রকার আশীর্বাদ প্রচুর পরিমাণে দিয়ে থাকেন, যেন সব সময় তোমাদের সব কিছুই বেশী পরিমাণে থাকে এবং যেন সব রকম ভাল কাজ করার জন্য সর্ব সময়ে তোমাদের ইচ্ছা ও প্রয়োজনের অতিরিক্ত সবই থাকে।
Compare
Explore করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 9:8
2
করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 9:7
প্রত্যেকে নিজের নিজের অন্তরে যেমন স্থির করেছে, সেই মতোই দান করুক, মনে দুঃখ পেয়ে অথবা জোর করা হয়েছে বলে নয়, কারণ খুশী মনে যারা দেয়, ঈশ্বর তাদের ভালবাসেন।
Explore করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 9:7
3
করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 9:6
মনে রেখো, যে অল্প পরিমাণে বীজ বোনে, সে অল্প পরিমাণ ফসল কাটবে এবং যে যথেষ্ট পরিমাণ বীজ বোনে সে প্রচুর ফসল কাটবে।
Explore করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 9:6
4
করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 9:10-11
যিনি কৃষককে বোনার জন্য বীজ ও আহারের জন্য খাদ্য জুগিয়ে থাকেন, তিনি তোমাদের বোনার জন্য আত্মিক বীজ জোগাবেন এবং তার বৃদ্ধিসাধন করবেন। তোমাদের দানশীলতা প্রচুর ফসল উৎপন্ন করবে। ঈশ্বর তোমাদের সব বিষয়ে সমৃদ্ধ করবেন যেন তোমরা সব সময়ে মহত্ হও। আমাদের মাধ্যমে তোমাদের দান যখন অভাবীদের হাতে দেব, তখন তারা আনন্দে ঈশ্বরকে ধন্যবাদ জানাবে।
Explore করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 9:10-11
5
করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 9:15
ঈশ্বরের অপূর্ব অবর্ণনীয় দানের জন্য তাঁকে ধন্যবাদ।
Explore করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 9:15
Home
Bible
Plans
Videos