1
করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 7:10
পবিত্র বাইবেল
কারণ ঈশ্বরের ইচ্ছানুসারে দুঃখ মানুষের হৃদয়ে ও জীবনে অনুতাপ আনে আর তা মুক্তির দিকে নিয়ে যায় এবং তাতে আমাদের দুঃখ করার কিছু নেই। কিন্তু এই জগতের দেওয়া দুঃখ মানুষকে অনন্ত মৃত্যুর দিকে ঠেলে দেয়।
Compare
Explore করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 7:10
2
করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 7:1
প্রিয় বন্ধুগণ, এই সমস্ত প্রতিশ্রুতি যখন আমাদের রয়েছে তখন এস, যা কিছু আমাদের দেহ বা আত্মাকে অশুচি করে তার থেকে মুক্ত হয়ে নিজেদের শুচি করি। ঈশ্বরের সম্মান করে নিজেদের পূর্ণরূপে পবিত্র করি।
Explore করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 7:1
3
করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 7:9
এখন আমি আনন্দ করছি, তোমরা মনে ব্যথা পেয়েছিলে বলে নয়, কিন্তু তোমাদের সেই দুঃখ ও ব্যথা তোমাদের জীবনকে পরিবর্তিত করেছে বলে। ঈশ্বরের ইচ্ছানুসারেই তোমরা দুঃখ পেয়েছিলে, তাই আমাদের দ্বারা তোমাদের কোনরকম ক্ষতি হয় নি
Explore করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 7:9
Home
Bible
Plans
Videos