1
করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 4:18
পবিত্র বাইবেল
তাই যা দেখা যায় তার দিকে লক্ষ্য না করে বরং যা যা দৃশ্যের অতীত তার ওপরই আমরা দৃষ্টি নিবদ্ধ করি। যা যা দৃশ্যমান তা তো অল্পকালস্থায়ী: কিন্তু যা যা দৃশ্যাতীত তা চিরস্থায়ী।
Compare
Explore করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 4:18
2
করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 4:16-17
এইজন্য আমরা হতাশ হই না, কারণ যদিও আমাদের এই দেহ বিনাশপ্রাপ্ত হতে থাকছে তবু আমাদের অন্তরাত্মা দিনে দিনে নতুন হয়ে উঠছে। বস্তুত আমাদের এই দুঃখ কষ্ট সাময়িক মাত্র। সাময়িক এই কষ্টভোগ আমাদের জীবনে নিয়ে আসবে শ্রেষ্ঠ শাশ্বত মহিমা যা আমাদের দুঃখ কষ্টের সঙ্গে তুলনার যোগ্য নয়।
Explore করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 4:16-17
3
করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 4:8-9
আমরা সবদিক দিয়েই নানা কষ্টদায়ক চাপের মধ্যে রয়েছি, কিন্তু ভেঙে পড়ি নি। আমরা জানি না কি করব, অথচ হাল ছেড়ে দিই না। আমরা অত্যাচারিত হলেও ঈশ্বর কখনও আমাদের ছেড়ে দেন না। আমাদের মেরে ধরাশায়ী করে দিলেও আমরা ধ্বংস হচ্ছি না।
Explore করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 4:8-9
4
করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 4:7
কিন্তু এই সম্পদ আমরা মাটির পাত্রে অর্থাৎ এই মরণশীল দেহে ধারণ করছি, যাতে বুঝতে পারা যায় যে এই মহাপরাক্রম ঈশ্বরের কাছ থেকেই এসেছে, আমাদের নিজেদের কাছ থেকে আসে নি।
Explore করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 4:7
5
করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 4:4
এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে, যাতে ঈশ্বরের প্রতিমূর্ত্তি যে খ্রীষ্ট, তাঁর মহিমার সুসমাচারের আলো তারা দেখতে না পায়।
Explore করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 4:4
6
করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 4:6
কারণ যে ঈশ্বর বলেছিলেন, “অন্ধকারের মধ্যে থেকে আলোর উদয় হবে!” সেই তিনিই আমাদের অন্তরে ঈশ্বরের জ্ঞানের আলোর মহিমা প্রজ্জ্বলিত করেছিলেন, যে আলো খ্রীষ্টের মুখমণ্ডলেই প্রকাশিত রয়েছে।
Explore করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 4:6
Home
Bible
Plans
Videos