1
করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 11:14-15
পবিত্র বাইবেল
এটা আশ্চর্য নয়, কারণ শয়তান নিজেও নিজেকে দীপ্তিময় স্বর্গদূত হিসাবে দেখাবার জন্য বদলে ফেলে। অতএব তার সেবকরাও যে ধার্মিকতার সেবকদের বেশ ধারণ করে, এতে আশ্চর্য হবার কিছুই নেই, পরিণামে তাদের কাজের জন্য তারা শাস্তিভোগ করবে।
Compare
Explore করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 11:14-15
2
করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 11:3
কিন্তু আমার ভয় হচ্ছে দুষ্ট সাপ যেমন নিজের চাতুরীতে হবাকে ভুলিয়েছিল, সেইরকম কেউ যেন তোমাদের মন কলুষিত না করে এবং খ্রীষ্টের প্রতি তোমাদের যে পূর্ণ ও বিশুদ্ধ অনুরাগ আছে তা থেকে তোমাদের যেন দূরে সরিয়ে নিয়ে না যায়।
Explore করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 11:3
3
করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 11:30
যদি গর্ব করতে হয়, তবে আমার নানা দুর্বলতার বিষয়ে গর্ব করব।
Explore করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্র 11:30
Home
Bible
Plans
Videos