1
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 8:6
পবিত্র বাইবেল
কিন্তু আমাদের জন্য একমাত্র ঈশ্বর আছেন; তিনি আমাদের পিতা, তাঁর থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে, আমরা তাঁর জন্যই বেঁচে আছি। একমাত্র প্রভু আছেন, তিনি যীশু খ্রীষ্ট, তাঁর মাধ্যমেই সব কিছু সৃষ্ট, তাঁর মাধ্যমেই আমরা বেঁচে আছি।
Compare
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 8:6
2
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 8:1-2
এখন প্রতিমার সামনে উৎসর্গ করা খাবারের বিষয়ে বলছি: আমরা জানি যে, “আমাদের সবার জ্ঞান আছে।” “জ্ঞান” মানুষকে আত্মগর্বে ফাঁপিয়ে তোলে; কিন্তু ভালোবাসা অপরকে গড়ে তোলে। যদি কেউ মনে করে সে কিছু জানে, তবে তার যা জানা উচিত ছিল এখনও সে তা জানে না।
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 8:1-2
3
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 8:13
সেইজন্য কোন খাদ্য খাওয়াতে যদি আমার ভাই পাপে পড়ে, তবে আমি কখনও তা খাব না। আমি মাংস খাওয়া ছেড়ে দেব যাতে আমি আমার ভাইয়ের পাপের কারণ না হই।
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 8:13
4
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 8:9
কিন্তু সাবধান, তোমাদের এই স্বাধীনতা যেন দুর্বল এমন লোকদের পাপের কারণ না হয়।
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 8:9
Home
Bible
Plans
Videos