1
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 5:11
পবিত্র বাইবেল
তবে আমি এখন লিখছি যে, যে কেউ নিজেকে বিশ্বাসী বলে পরিচয় দেয়, অথচ নষ্ট চরিত্রের লোক, লোভী, প্রতিমাপূজক, নিন্দুক, মাতাল বা ঠগবাজ এরকম লোকের সঙ্গে মেলামেশা করো না। এমন কি তার সঙ্গে খাওয়া-দাওয়াও করো না।
Compare
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 5:11
2
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 5:7
তোমাদের মধ্য থেকে পুরানো খামির বার করে ফেল, যেন তোমরা এক নতুন তাল হতে পার। খ্রীষ্টীয়ান হিসাবে তোমরা তো খামিরবিহীন রুটির মতোই, কারণ খ্রীষ্ট, যিনি আমাদের নিস্তারপর্বীয় মেষশাবক, তিনি আমাদের জন্য বলি হয়েছেন।
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 5:7
3
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 5:12-13-12-13
বাইরের লোকদের বিচার করার আমার কি দরকার? কিন্তু মণ্ডলীর ভেতরের লোকদের বিচার করা কি তোমাদের উচিত নয়? যারা মণ্ডলীর বাইরের লোক তাদের বিচার ঈশ্বর করবেন। শাস্ত্র বলছে, “তোমাদের মধ্য থেকে দুষ্ট লোককে বার করে দাও।”
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 5:12-13-12-13
Home
Bible
Plans
Videos