1
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 1:27
পবিত্র বাইবেল
কিন্তু ঈশ্বর জগতের মূর্খ বিষয় সকল মনোনীত করলেন যাতে সেগুলি জ্ঞানীদের লজ্জা দেয়। ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করলেন যাতে ঐগুলি বলবানদের লজ্জা দেয়।
Compare
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 1:27
2
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 1:18
যারা ধ্বংসের পথে চলেছে তাদের কাছে ক্রুশের এই শিক্ষা মুর্খতা; কিন্তু আমরা যারা উদ্ধার লাভ করছি আমাদের কাছে এ ঈশ্বরের পরাক্রমস্বরূপ।
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 1:18
3
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 1:25
কারণ ঈশ্বরের যে মূর্খতা তা মানুষের জ্ঞানের থেকে অনেক বেশী জ্ঞানসম্পন্ন; আর ঈশ্বরের যে দুর্বলতা তা মানুষের শক্তি থেকে অনেক শক্তিশালী।
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 1:25
4
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 1:9
ঈশ্বর বিশ্বস্ত; তিনিই সেইজন যাঁর দ্বারা তোমরা তাঁর পুত্র, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সহভাগীতা লাভের জন্য আহুত হয়েছ।
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 1:9
5
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 1:10
কিন্তু আমার ভাই ও বোনেরা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমাদের পরস্পরের মধ্যে যেন মতৈক্য থাকে, দলাদলি না থাকে। তোমরা সকলে যেন এক মন-প্রাণ হও ও সকলের উদ্দেশ্য একই হয়।
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 1:10
6
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 1:20
জ্ঞানী লোক কোথায়? শিক্ষিত লোকই বা কোথায়? এ যুগের দার্শনিকই বা কোথায়? ঈশ্বর কি জগতের এইসব জ্ঞানকে মূর্খতায় পরিণত করেন নি?
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 1:20
Home
Bible
Plans
Videos