1
প্রকাশিত বাক্য 22:13
বাংলা সমকালীন সংস্করণ
আমিই আলফা ও ওমেগা, প্রথম ও শেষ, আদি ও অন্ত।
Compare
Explore প্রকাশিত বাক্য 22:13
2
প্রকাশিত বাক্য 22:12
“দেখো, আমি শীঘ্রই আসছি! আমার দেয় পুরস্কার আমার সঙ্গে আছে, আর আমি সকলের কৃতকর্ম অনুযায়ী তাদের পুরস্কার দেব।
Explore প্রকাশিত বাক্য 22:12
3
প্রকাশিত বাক্য 22:17
পবিত্র আত্মা ও কন্যা বলছেন, “এসো!” যে শোনে, সেও বলুক, “এসো!” যে তৃষ্ণার্ত, সে আসুক; আর যে চায়, সে বিনামূল্যের উপহার, জীবন-জল গ্রহণ করুক।
Explore প্রকাশিত বাক্য 22:17
4
প্রকাশিত বাক্য 22:14
“ধন্য তারা, যারা নিজেদের পোশাক পরিষ্কার করে, যেন তারা জীবনদায়ী গাছের অধিকার লাভ করে ও নগরের দরজা দিয়ে প্রবেশ করে।
Explore প্রকাশিত বাক্য 22:14
5
প্রকাশিত বাক্য 22:7
“দেখো, আমি শীঘ্রই আসছি! ধন্য সেই জন, যে এই পুঁথিতে লেখা ভাববাণীর বাক্য পালন করে।”
Explore প্রকাশিত বাক্য 22:7
6
প্রকাশিত বাক্য 22:5
সেখানে আর রাত্রি হবে না। তাদের প্রদীপের আলো বা সূর্যের আলোর প্রয়োজন হবে না, কারণ প্রভু ঈশ্বরই তাদের আলো প্রদান করবেন। আর তারা যুগে যুগে চিরকাল রাজত্ব করবে।
Explore প্রকাশিত বাক্য 22:5
7
প্রকাশিত বাক্য 22:20-21
যিনি এসব বিষয়ের সাক্ষ্য দেন, তিনি বলছেন, “হ্যাঁ, আমি শীঘ্রই আসছি।” আমেন। প্রভু যীশু, এসো। প্রভু যীশুর অনুগ্রহ ঈশ্বরের সকল পবিত্রজনের সঙ্গে থাকুক। আমেন।
Explore প্রকাশিত বাক্য 22:20-21
8
প্রকাশিত বাক্য 22:18-19
যারা এই পুঁথির ভাববাণীর বাক্যগুলি শোনে, আমি তাদের প্রত্যেককে সতর্ক করে বলছি: যদি কেউ এর সঙ্গে আরও কিছু যোগ করে, ঈশ্বর সেই ব্যক্তির প্রতি এই পুঁথিতে লেখা আঘাতগুলিও যোগ করবেন। আবার কেউ যদি ভাববাণীর এই পুঁথি থেকে কোনও বাক্য সরিয়ে দেয়, তাহলে ঈশ্বর এই পুঁথিতে লিখিত জীবনদায়ী গাছ থেকে ও সেই পবিত্র নগর থেকে তার অধিকারও সরিয়ে দেবেন।
Explore প্রকাশিত বাক্য 22:18-19
Home
Bible
Plans
Videos