কিন্তু তার ধনুক অবিচলিত থেকেছিল,
তার শক্তিশালী হাত দুটি নমনীয় হয়েই ছিল,
যাকোবের সেই শক্তিমান-জনের সেই হাতের কারণে,
ইস্রায়েলের সেই মেষপালকের, সেই শৈলের কারণে,
তোমার পৈত্রিক সেই ঈশ্বরের কারণে, যিনি তোমাকে সাহায্য করবেন,
সেই সর্বশক্তিমানের কারণে, যিনি তোমাকে আশীর্বাদ করবেন
ঊর্ধ্বস্থিত আকাশের আশীর্বাদসহ,
নিচস্থ গভীর নির্ঝরিণীর আশীর্বাদসহ,
স্তন ও গর্ভের আশীর্বাদসহ।