1
দ্বিতীয় বিবরণ 16:17
বাংলা সমকালীন সংস্করণ
তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে পরিমাণ আশীর্বাদ করছেন তা বুঝে তোমাদের প্রত্যেকেই যেন কিছু না কিছু নিয়ে আসে।
Compare
Explore দ্বিতীয় বিবরণ 16:17
2
দ্বিতীয় বিবরণ 16:19
অন্যায় বিচার করবে না কিংবা কারোর পক্ষ নেবে না। ঘুস নিয়ো না, কারণ ঘুস জ্ঞানীদের চোখ অন্ধ করে এবং নির্দোষ লোকদের কথা পরিবর্তন করে।
Explore দ্বিতীয় বিবরণ 16:19
3
দ্বিতীয় বিবরণ 16:16
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর মনোনীত জায়গায় তাঁর সামনে তোমাদের সব পুরুষ বছরে তিনবার উপস্থিত হবে খামিরবিহীন রুটির উৎসব, সপ্তাহের উৎসব এবং কুটিরবাস-পর্ব। সদাপ্রভুর সামনে কেউ খালি হাতে আসবে না
Explore দ্বিতীয় বিবরণ 16:16
4
দ্বিতীয় বিবরণ 16:20
ন্যায্য কেবল ন্যায্যরই অনুগামী হবে, যেন তোমরা বেঁচে থেকে তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশ দেবেন তা অধিকার করতে পারো।
Explore দ্বিতীয় বিবরণ 16:20
Home
Bible
Plans
Videos