1
প্রকাশিত বাক্য 1:8
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
প্রভু ঈশ্বর বলেছেন, “আমি আদি এবং অন্ত,” “যিনি আছেন ও যিনি ছিলেন, ও যিনি আসছেন, আমিই সর্বশক্তিমান।”
Compare
Explore প্রকাশিত বাক্য 1:8
2
প্রকাশিত বাক্য 1:18
আমি মরেছিলাম, কিন্তু দেখ, আমি যুগে যুগে জীবিত আছি; আর মৃত্যু ও নরকের চাবি আমার হাতে আছে।
Explore প্রকাশিত বাক্য 1:18
3
প্রকাশিত বাক্য 1:3
যে এই ভাববাণীর বাক্য সব পড়ে সে ধন্য এবং যারা তা শোনে এবং পালন করে তারাও ধন্য; কারণ দিন কাছে এসে গেছে।
Explore প্রকাশিত বাক্য 1:3
4
প্রকাশিত বাক্য 1:17
যখন আমি তাঁকে দেখলাম, তখন একজন মৃত মানুষের মতো তাঁর পায়ে পড়ে গেলাম, তখন তিনি তাঁর ডান হাত আমার উপরে রেখে বললেন, “ভয় পেওনা, আমিই প্রথম ও শেষ, আমিই চির জীবন্ত।”
Explore প্রকাশিত বাক্য 1:17
5
প্রকাশিত বাক্য 1:7
দেখ, তিনি মেঘের সঙ্গে; প্রতিটি চোখ তাঁকে দেখবে, যারা তাঁকে বিদ্ধ করেছিল তারাও দেখবে। এবং পৃথিবীর সমস্ত জাতি তাঁর জন্য দুঃখ করবে। হ্যাঁ, আমেন।
Explore প্রকাশিত বাক্য 1:7
Home
Bible
Plans
Videos