1
গীতসংহিতা 119:105
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
IRVBen
তোমার বাক্য আমার চরনের প্রদীপ, আমার পথের আলো।
Compare
Explore গীতসংহিতা 119:105
2
গীতসংহিতা 119:11
আমি তোমার বাক্য হৃদয়ে সঞ্চয় করে রেখেছি, যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি।
Explore গীতসংহিতা 119:11
3
গীতসংহিতা 119:9
যুবক কেমন করে নিজের পথ বিশুদ্ধ রাখবে? তোমার বাক্য পালনের মাধ্যমেই করবে।
Explore গীতসংহিতা 119:9
4
গীতসংহিতা 119:2
ধন্য তারা, যারা তাঁর বিধিসম্মত আদেশ পালন করে; যারা সমস্ত মন দিয়ে তাঁকে খোঁজে।
Explore গীতসংহিতা 119:2
5
গীতসংহিতা 119:114
তুমি আমার লুকানোর জায়গা ও আমার ঢাল; আমি তোমার বাক্যের জন্য অপেক্ষা করি।
Explore গীতসংহিতা 119:114
6
গীতসংহিতা 119:34
আমাকে বুদ্ধি দাও এবং আমি তোমার ব্যবস্থা পালন করব; আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তা পালন করব।
Explore গীতসংহিতা 119:34
7
গীতসংহিতা 119:36
তোমার নিয়মের আদেশের দিকে আমার হৃদয়কে পরিচালনা দাও এবং অসৎ লাভের থেকে দূরে রাখ।
Explore গীতসংহিতা 119:36
8
গীতসংহিতা 119:71
এটা আমার জন্য ভাল যে আমি দুঃখ ভোগ করেছি, যেন আমি তোমার বিধি শিখতে পারি।
Explore গীতসংহিতা 119:71
9
গীতসংহিতা 119:50
আমার দুঃখে এটাই আমার সান্ত্বনা: যে তোমার প্রতিজ্ঞা আমাকে বাঁচিয়ে রেখেছে।
Explore গীতসংহিতা 119:50
10
গীতসংহিতা 119:35
তোমার আদেশ পথে আমাকে পরিচালনা করাও, কারণ আমি সেই পথে চলতে আনন্দ পাই।
Explore গীতসংহিতা 119:35
11
গীতসংহিতা 119:33
হে সদাপ্রভুু, তোমার বিধির পথ আমাকে শেখাও, আর আমি শেষ পর্যন্ত তা পালন করব।
Explore গীতসংহিতা 119:33
12
গীতসংহিতা 119:28
দুঃখে আমার হৃদয় গলে পড়ছে, তোমার বাক্যে আমাকে ওঠাও।
Explore গীতসংহিতা 119:28
13
গীতসংহিতা 119:97
আহা, আমি তোমার ব্যবস্থা কেমন ভালবাসি। এটা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়।
Explore গীতসংহিতা 119:97
Home
Bible
Plans
Videos