শলোমনের হিতোপদেশ;
তিনি দায়ূদের ছেলে, ইস্রায়েলের রাজা।
এর মাধ্যমে প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায়,
অনুশাসন পাওয়া যায়;
উপদেশ পাওয়া যায় যাতে তুমি যা কিছু সঠিক,
ন্যায্য এবং ভালো তার মাধ্যমে জীবনযাপন করো,
যারা শিক্ষা পায়নি, তাদেরকে শিক্ষা দান করে
এবং যুবকদের জ্ঞান ও বিবেচনা দান করে।