1
যিরমিয় 10:23
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
হে সদাপ্রভু, আমি জানি, মানুষের পথ তার নিজের থেকে আসে না। কেউ নিজের নির্দেশে হাঁটতে পারে না।
Compare
Explore যিরমিয় 10:23
2
যিরমিয় 10:6
তোমার মত আর কেউ নেই, হে সদাপ্রভু। তুমি মহান এবং তোমার নাম ক্ষমতায় মহান।
Explore যিরমিয় 10:6
3
যিরমিয় 10:10
কিন্তু সদাপ্রভুই সত্যি ঈশ্বর। তিনি জীবন্ত ঈশ্বর ও অনন্তকালীন রাজা। তাঁর রাগে পৃথিবী কাঁপে এবং জাতিরা তাঁর রাগ সহ্য করতে পারে না।
Explore যিরমিয় 10:10
4
যিরমিয় 10:24
হে সদাপ্রভু, তোমার ন্যায়বিচার দিয়ে আমাকে শাসন কর, কিন্তু তোমার রাগে নয়, নাহলে তুমি আমাকে ধ্বংস করবে।
Explore যিরমিয় 10:24
Home
Bible
Plans
Videos