1
দ্বিতীয় বিবরণ 18:10-11
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
তোমার মধ্যে যেন এমন কোনো লোক পাওয়া না যায়, যে ছেলে বা মেয়েকে আগুনের মধ্যে দিয়ে নিয়ে যায়, কোনো যাদুকর, কোনো লোক যে মৃতদের সঙ্গে কথা বলে অথবা যে আত্মাদের সাথে কথা বলে।
Compare
Explore দ্বিতীয় বিবরণ 18:10-11
2
দ্বিতীয় বিবরণ 18:12
কারণ যারা এই সব করে সদাপ্রভু তাদের ঘৃণা করেন; আর সেই ঘৃণিত কাজের জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সামনে থেকে তাদেরকে তাড়িয়ে দেবেন।
Explore দ্বিতীয় বিবরণ 18:12
3
দ্বিতীয় বিবরণ 18:22
যখন একজন ভাববাদী সদাপ্রভুর নামে কথা বললে যদি সেই কথা পরে সম্পন্ন না হয় ও তার ফল উপস্থিত না হয়, তবে সেই কথা সদাপ্রভু বলেননি; ঐ ভাববাদী দুঃসাহসের সঙ্গে তা বলেছে এবং তুমি তাকে কখনো ভয় করবে না।”
Explore দ্বিতীয় বিবরণ 18:22
4
দ্বিতীয় বিবরণ 18:13
তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে সিদ্ধ পবিত্র হও।
Explore দ্বিতীয় বিবরণ 18:13
Home
Bible
Plans
Videos