1
দ্বিতীয় বিবরণ 16:17
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
প্রত্যেক জন তোমার ঈশ্বর সদাপ্রভুর দেওয়া আশীর্বাদ অনুসারে নিজেদের সঙ্গতি অনুযায়ী উপহার দেবে।
Compare
Explore দ্বিতীয় বিবরণ 16:17
2
দ্বিতীয় বিবরণ 16:19
তুমি জোর করে বিচার করতে পারো না, কারোর পক্ষপাত করবে না ও ঘুষ নেবে না; কারণ ঘুষ জ্ঞানীদের চোখ অন্ধ করে ও ধার্ম্মিকদের কথা বিপরীত করে।
Explore দ্বিতীয় বিবরণ 16:19
3
দ্বিতীয় বিবরণ 16:16
তোমার প্রত্যেক পুরুষ বছরের মধ্যে তিন বার তোমার ঈশ্বর সদাপ্রভুর সামনে তাঁর মনোনীত জায়গায় দেখা দেবে; তাড়ীশূন্য রুটির উৎসবে, সাত সপ্তাহের উৎসবে ও কুটিরের উৎসবে; আর তারা সদাপ্রভুর সামনে খালি হাতে দেখা দেবে না
Explore দ্বিতীয় বিবরণ 16:16
4
দ্বিতীয় বিবরণ 16:20
সবভাবে যা সঠিক, তারই অনুগামী হবে, তাতে তুমি বেঁচে থেকে নিজের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশ অধিকার করবে।
Explore দ্বিতীয় বিবরণ 16:20
Home
Bible
Plans
Videos