1
প্রেরিতদের কার্য্য 26:17-18
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
তোমার নিজের লোকেদের ও অযিহুদিদের হাত থেকে আমি তোমাকে উদ্ধার করব। তাদের চোখ খুলে দেখবার জন্য ও অন্ধকার থেকে আলোতে এবং শয়তানের কর্তৃত্ব থেকে ঈশ্বরের কাছে ফিরিয়ে আনবার জন্য আমি তোমাকে তাদের কাছে পাঠাচ্ছি, যেন আমার উপর বিশ্বাসের ফলে তারা পাপের ক্ষমা পায় এবং ঈশ্বরের উদ্দেশ্যে যাদের আলাদা করে রাখা হয়েছে সেই পবিত্র লোকদের মধ্যে তারা ক্ষমতা পায়।”
Compare
Explore প্রেরিতদের কার্য্য 26:17-18
2
প্রেরিতদের কার্য্য 26:16
প্রভু বললেন, “আমি যীশু, যাঁর উপর তুমি অত্যাচার করছ। এখন ওঠো, তোমার পায়ে ভর দিয়ে দাঁড়াও। ঈশ্বরের দাস ও সাক্ষী হিসাবে তোমাকে নিযুক্ত করবার জন্য আমি তোমাকে দেখা দিলাম। তুমি আমাকে যেভাবে দেখলে এবং আমি তোমাকে যা দেখাব তা তুমি অন্যদের কাছে বলবে।
Explore প্রেরিতদের কার্য্য 26:16
3
প্রেরিতদের কার্য্য 26:15
তখন আমি বললাম, “প্রভু, আপনি কে?”
Explore প্রেরিতদের কার্য্য 26:15
4
প্রেরিতদের কার্য্য 26:28
তখন আগ্রিপ্প পৌলকে বললেন, “তুমি কি এত অল্প দিনের মধ্যেই আমাকে খ্রীষ্টান করবার চেষ্টা করছ?”
Explore প্রেরিতদের কার্য্য 26:28
Home
Bible
Plans
Videos