1
প্রেরিতদের কার্য্য 17:27
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
যেন তারা ঈশ্বরের খোঁজ করে, যদি কোনোও খুঁজে খুঁজে তাঁর দেখা পায়; অথচ তিনি আমাদের কারও কাছ থেকে দূরে নয়।
Compare
Explore প্রেরিতদের কার্য্য 17:27
2
প্রেরিতদের কার্য্য 17:26
আর তিনি একজন মানুষ থেকে মানুষের সকল জাতি উত্পন্ন, তিনি বসবাসের জন্য এই পৃথিবী দিয়েছেন; তিনি বসবাসের জন্য দিন সীমা নির্ধারণ করেছেন
Explore প্রেরিতদের কার্য্য 17:26
3
প্রেরিতদের কার্য্য 17:24
ঈশ্বর যিনি জগত ও তাঁর মধ্যেকার সব বস্তু তৈরী করেছেন। তিনিই স্বর্গের ও পৃথিবীর প্রভু, সুতরাং মানুষের হাত দিয়ে তৈরী মন্দিরে বাস করেন না
Explore প্রেরিতদের কার্য্য 17:24
4
প্রেরিতদের কার্য্য 17:31
কারণ তিনি একটি দিন ঠিক করেছেন, যে দিনের নিজের মনোনীত ব্যক্তির দ্বারা পৃথিবীর লোককে বিচার করবেন; আর এই সবের বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছেন; ফলে মৃতদের মধ্যে থেকে তাঁকে উঠিয়েছেন।
Explore প্রেরিতদের কার্য্য 17:31
5
প্রেরিতদের কার্য্য 17:29
এর ফলে আমরা যখন ঈশ্বর সন্তান, তখন ঈশ্বরীয় স্বভাবকে মানুষের শিল্প ও কল্পনা অনুসারে তৈরী সোনার কি রূপার কি পাথরের সঙ্গে তুলনা করা আমাদের উচিত নয়।
Explore প্রেরিতদের কার্য্য 17:29
Home
Bible
Plans
Videos