1
1 করিন্থীয় 8:6
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
তবুও আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাঁর থেকে সবই হয়েছে ও আমরা যাঁর জন্য এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রীষ্ট, যাঁর মাধ্যমে সব কিছুই হয়েছে এবং আমরা যাঁর জন্য আছি।
Compare
Explore 1 করিন্থীয় 8:6
2
1 করিন্থীয় 8:1-2
আর প্রতিমার কাছে উত্সর্গ করা বলির বিষয়; আমরা জানি যে, আমাদের সকলের জ্ঞান আছে। জ্ঞান গর্বিত করে, কিন্তু ভালবাসাই গেঁথে তোলে। যদি কেউ মনে করে, সে কিছু জানে, তবে যে রকম জানা উচিত, তেমন এখনও জানে না
Explore 1 করিন্থীয় 8:1-2
3
1 করিন্থীয় 8:13
অতএব খাদ্য দ্রব্য যদি আমার ভাইয়ের জন্য বাধার সৃষ্টি করে, তবে আমি কখনও মাংস খাব না, যদি এর জন্য আমার ভাইয়ের বাধার কারণ হই।
Explore 1 করিন্থীয় 8:13
4
1 করিন্থীয় 8:9
কিন্তু সাবধান, তোমাদের এই অধিকার যেন কোন ভাবেই দুর্বলদের জন্য বাধা না হয়।
Explore 1 করিন্থীয় 8:9
Home
Bible
Plans
Videos