1
1 বংশাবলি 16:11
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
সদাপ্রভু ও তাঁর শক্তিকে বুঝতে চেষ্টা কর; সব দিন তাঁর উপস্থিতিতে থাকতে আগ্রহী হও।
Compare
Explore 1 বংশাবলি 16:11
2
1 বংশাবলি 16:34
তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, কারণ তিনি মঙ্গলময়; তাঁর অটল ভালবাসা অনন্তকাল স্থায়ী।
Explore 1 বংশাবলি 16:34
3
1 বংশাবলি 16:8
“সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর গুণের কথা ঘোষণা কর; তাঁর কাজের কথা অন্যান্য জাতিদের জানাও।
Explore 1 বংশাবলি 16:8
4
1 বংশাবলি 16:10
তাঁর পবিত্রতার গৌরব কর; যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী তাদের অন্তর আনন্দিত হোক।
Explore 1 বংশাবলি 16:10
5
1 বংশাবলি 16:12
তাঁর আশ্চর্য্য কাজগুলোর কথা মনে রেখো; তাঁর আশ্চর্য্য কাজ ও মুখনির্গত আদেশ সব।
Explore 1 বংশাবলি 16:12
6
1 বংশাবলি 16:9
তাঁর উদ্দেশ্যে গান গাও, তাঁর প্রশংসা গান কর; তাঁর সব আশ্চর্য্য কাজের কথা বল।”
Explore 1 বংশাবলি 16:9
7
1 বংশাবলি 16:25
সদাপ্রভুই মহান এবং সবার উপরে প্রশংসার যোগ্য; সব দেব দেবতার চেয়ে তিনি বেশী ভয়ার্হ।
Explore 1 বংশাবলি 16:25
8
1 বংশাবলি 16:29
তাঁর নামের গৌরব বর্ননা কর; নৈবেদ্য নিয়ে তাঁর সামনে এস। পবিত্রতার ঐশ্বর্য্যে সদাপ্রভুর আরাধনা কর।
Explore 1 বংশাবলি 16:29
9
1 বংশাবলি 16:27
তাঁকেই ঘিরে রয়েছে গৌরব ও মহিমা; তাঁর বাসস্থানে রয়েছে শক্তি ও আনন্দ।
Explore 1 বংশাবলি 16:27
10
1 বংশাবলি 16:23
পৃথিবীর সব লোক, সদাপ্রভুর উদ্দেশ্যে গান গাও; তাঁর দেওয়া উদ্ধারের কথা দিনের পর দিন ঘোষণা কর।
Explore 1 বংশাবলি 16:23
11
1 বংশাবলি 16:24
বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমা ঘোষণা কর; সমস্ত লোকের মধ্যে তাঁর সব আশ্চর্য্য কাজের কথা ঘোষণা কর।
Explore 1 বংশাবলি 16:24
12
1 বংশাবলি 16:22
বলতেন, “আমার অভিষিক্ত লোকদের ছোঁবে না; আমার ভাববাদীদের কোনো ক্ষতি করবে না।”
Explore 1 বংশাবলি 16:22
13
1 বংশাবলি 16:26
বিভিন্ন জাতির দেব দেবতারা অসার মাত্র, কিন্তু সদাপ্রভু আকাশমন্ডলের সৃষ্টিকর্ত্তা।
Explore 1 বংশাবলি 16:26
14
1 বংশাবলি 16:15
যে বাক্যের নির্দেশ তিনি দিয়েছিলেন হাজার হাজার বংশের জন্য, তাঁর সেই ব্যবস্থার কথা চিরকাল মনে রেখো।
Explore 1 বংশাবলি 16:15
15
1 বংশাবলি 16:31
আকাশমন্ডল আনন্দ করুক, পৃথিবী খুশী হোক; বিভিন্ন জাতির মধ্যে তারা ঘোষণা করুক, “সদাপ্রভুই রাজত্ব করেন।”
Explore 1 বংশাবলি 16:31
16
1 বংশাবলি 16:36
আদি থেকে অনন্তকাল পর্যন্ত ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক। এর পর সব লোকেরা বলল, “আমেন” এবং সদাপ্রভুর প্রসংসা করলো।
Explore 1 বংশাবলি 16:36
17
1 বংশাবলি 16:28
হে বিভিন্ন জাতির সমস্ত গোষ্ঠী, স্বীকার কর সমস্ত গৌরব ও শক্তি সদাপ্রভুরই।
Explore 1 বংশাবলি 16:28
Home
Bible
Plans
Videos