বৎস, তুমি যদি আমার কথা সকল গ্রহণ কর,
যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় কর,
যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত কর,
যদি বুদ্ধিতে মনোনিবেশ কর;
হাঁ, যদি সুবিবেচনাকে আহ্বান কর,
যদি বুদ্ধির জন্য উচ্চৈঃস্বরে মিনতি কর;
যদি রৌপ্যের ন্যায় তাহার অন্বেষণ কর,
গুপ্ত ধনের ন্যায় তাহার অনুসন্ধান কর;
তবে সদাপ্রভুর ভয় বুঝিতে পারিবে,
ঈশ্বরবিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবে।