1
যিহিষ্কেল ৩৬:26
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
আর আমি তোমাদিগকে নূতন হৃদয় দিব, ও তোমাদের অন্তরে নূতন আত্মা স্থাপন করিব; আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব, ও তোমাদিগকে মাংসময় হৃদয় দিব।
Compare
Explore যিহিষ্কেল ৩৬:26
2
যিহিষ্কেল ৩৬:27
আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব, এবং তোমাদিগকে আমার বিধিপথে চালাইব, তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে ও পালন করিবে।
Explore যিহিষ্কেল ৩৬:27
3
যিহিষ্কেল ৩৬:25
আর আমি তোমাদের উপরে শুচি জল প্রক্ষেপ করিব, তাহাতে তোমরা শুচি হইবে; আমি তোমাদের সকল অশৌচ হইতে ও তোমাদের সকল পুত্তলি হইতে তোমাদিগকে শুচি করিব।
Explore যিহিষ্কেল ৩৬:25
4
যিহিষ্কেল ৩৬:28
আর আমি তোমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি, সেই দেশে তোমরা বাস করিবে; আর তোমরা আমার প্রজা হইবে, এবং আমিই তোমাদের ঈশ্বর হইব।
Explore যিহিষ্কেল ৩৬:28
Home
Bible
Plans
Videos