1
যাত্রাপুস্তক ২০:2-3
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিসর দেশ হইতে, দাস-গৃহ হইতে, তোমাকে বাহির করিয়া আনিলেন। আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক।
Compare
Explore যাত্রাপুস্তক ২০:2-3
2
যাত্রাপুস্তক ২০:4-5
তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না; উপরিস্থ স্বর্গে, নিচস্থ পৃথিবীতে ও পৃথিবীর নিচস্থ জলমধ্যে যাহা যাহা আছে, তাহাদের কোন মূর্তি নির্মাণ করিও না; তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না, এবং তাহাদের সেবা করিও না; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আমি স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর; আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদের উপরে বর্তাই, যাহারা আমাকে দ্বেষ করে, তাহাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তাই
Explore যাত্রাপুস্তক ২০:4-5
3
যাত্রাপুস্তক ২০:12
তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন, সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়।
Explore যাত্রাপুস্তক ২০:12
4
যাত্রাপুস্তক ২০:8
তুমি বিশ্রামদিন স্মরণ করিয়া পবিত্র করিও।
Explore যাত্রাপুস্তক ২০:8
5
যাত্রাপুস্তক ২০:7
তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না, কেননা যে কেহ তাঁহার নাম অনর্থক লয়, সদাপ্রভু তাহাকে নির্দোষ করিবেন না।
Explore যাত্রাপুস্তক ২০:7
6
যাত্রাপুস্তক ২০:9-10
ছয় দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও; কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন। সেই দিন তুমি, কি তোমার পুত্র কি কন্যা, কি তোমার দাস কি দাসী, কি তোমার পশু, কি তোমার পুরদ্বারের মধ্যবর্তী বিদেশী, কেহ কোন কার্য করিও না।
Explore যাত্রাপুস্তক ২০:9-10
7
যাত্রাপুস্তক ২০:17
তোমার প্রতিবাসীর গৃহে লোভ করিও না; প্রতিবাসীর স্ত্রীতে, কিম্বা তাহার দাসে কি দাসীতে, কিম্বা তাহার গরুতে কি গর্দভে, প্রতিবাসীর কোন বস্তুতেই লোভ করিও না।
Explore যাত্রাপুস্তক ২০:17
8
যাত্রাপুস্তক ২০:16
তোমার প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না।
Explore যাত্রাপুস্তক ২০:16
9
যাত্রাপুস্তক ২০:14
ব্যভিচার করিও না।
Explore যাত্রাপুস্তক ২০:14
10
যাত্রাপুস্তক ২০:13
নরহত্যা করিও না।
Explore যাত্রাপুস্তক ২০:13
11
যাত্রাপুস্তক ২০:15
চুরি করিও না।
Explore যাত্রাপুস্তক ২০:15
Home
Bible
Plans
Videos